বড় জয়ে দুইয়ে উঠে এল আবাহনী

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-11 17:51:30

ম্যাচটা জিতলেই আবাহনীর সামনে ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার হাতছানি। চট্টগ্রাম আবাহনীর জালে ৪ গোল জড়িয়ে সে লক্ষ্য পূরণ করেছে কোচ মারুফুল হকের দল। শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে উঠে এসেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।

মোহাম্মদ ইব্রাহিমের সফল পেনাল্টিতে এগিয়ে যায় আবাহনী। এরপর এনামুল হোসেন গাজী ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের দ্বিতীয় গোল এবং মানিক হোসেন মোল্লার গোলে নিশ্চিত হয় বড় জয়।  

সাত ম্যাচ শেষে আবাহনী পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অপরদিকে, সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।  

মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জের হারে আবাহনীর সামনে খুলে যায় টেবিলে উত্তরণের সুযোগ। প্রথমার্ধে গড়পড়তা পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল উপহার দেয় তারা।  

চট্টগ্রাম আবাহনীর জন্য লিগে এই মৌসুম এখন পর্যন্ত একেবারেই ব্যর্থ। সাত ম্যাচের প্রতিটিতেই তারা পরাজিত হয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। 

এ সম্পর্কিত আরও খবর