আরো ৭ অ্যাডহক কমিটি করলো এনসিএ

টেনিস, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-28 18:15:31

আরো ৭ অ্যাডহক কমিটি করলো এনসিএ

ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে এবার বড় উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিএ)। আজ মঙ্গলবার দেশের সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীর গঠন ও ফেন্সিং সহ সাতটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়েছে। মূলত গত বছরের নভেম্বরেরর নেওয়া উদ্যোগের ধারাবহিকতায় ক্রীড়াঙ্গনকে সংস্কার করতে এসব কমিটি দেওয়া হয়েছে।


এনসিএ সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন দ্বারা বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

টেনিসের সংস্কারের জন্য করা ১৭ সদস্যের অ্যাডহক কমিটিতে সভাপতি করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ জামানকে। সহ-সভাপতি পদে আগের কমিটির সহসভাপতি খন্দকার হাসান মুনির। অন্যজন সাবেক টিটি খেলোয়াড় তাহমিনা তারমিন বিনু। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড়, সংগঠক ,প্রশিক্ষক এম এ মাকসুদ আহমেদ। যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচি।

১৯ সদস্যের ভলিবলের অ্যাডহক কমিটিতে সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের পরিচালক ফারুক হাসান। সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। যুগ্ম সম্পাদক হয়েছেন আব্দুল মুমিন সাদ্দাম।

সাঁতারের নতুন অ্যাডহক কমিটি করা হয়েছে নৌবাহিনী প্রধানকে সভাপতি করে । সাধারণ সম্পাদক করা হয়েছে আগের কমিটির মাহবুবুর রহমান শাহীনকে। ১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ, বিমান ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবে।

এছাড়া দুই বারের অলিম্পিয়ান ও সদ্য সাবেক আন্তর্জাতিক পদকজয়ী কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য ও আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ। যুগ্ম সম্পাদক করা হয়েছে সাবেক সাঁতারু নিবেদিতা দাসকে।

১৯ সদস্যের ভারোত্তোলনের কমিটিতে সভাপতি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদকে। তিনি এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ৪২ বছর, সর্বশেষ গত কমিটির সহসভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও কোচ লে. কর্নেল ( অব.) শহিদুল ইসলাম চৌধুরীকে।

কারাতের কমিটিও ১৯ সদস্যের। এই ফেডারেশনের সভাপতি করা হয়েছে শিল্পপতি (এশিয়াটিক কটন মিল ও রিফাইনারি) ও সাবেক খেলোয়াড় শাহজাদা আলমকে। সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। শরীর গঠনের সভাপতি অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড়, বিচারক, চিকিৎসক এম কামরুজ্জামান।

ফেন্সিংয়ের সভাপতি হয়েছেন এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর

right arrow