বাতাস নিয়ে চিন্তায় টাইগার ব্যাটসম্যানরাও!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:47:25

ওয়ানডে সিরিজে ব্যাট-বল দুটোতেই ব্যর্থ বাংলাদেশ। তিন টেস্টের সিরিজ খেলার আগে প্রস্তুতি পর্বের শুরুটা বেশ ভালই হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ব্যাটসম্যানরা প্রথম সুযোগটাই কাজে লাগিয়েছেন। রান পেয়েছেন দলের প্রায় সবাই। শনিবার দুই দিনের ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬.১ ওভারে টাইগাররা তুলেছে ৪১১ রান। চার ব্যাটসম্যান তুলেছেন ফিফটি।

সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। সেই ইনিংস খেলেও অবশ্য শঙ্কার কথাটাই শোনালেন। জানালেন নিউজিল্যান্ড সফরের বাকী সময়টাতেও বাতাস বড় আতঙ্ক হয়ে উঠতে পারে। বলছিলেন, ‘আট দিন আগে এসেছি আমি। অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কিভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে। বল শরীরের কাছে থেকে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি। তাছাড়া আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। আর ব্যাপারটা সহজ নয়।’

তবে শনিবার যেভাবে প্রস্তুতি ম্যাচে খেলেছেন, সেটাই টেস্ট সিরিজে ধরে রাখতে চান সাদমান। বলছিলেন, ‘শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। মূল ম্যাচেও এভাবে খেলতে  চেষ্টা করব। আজকের খেলাটাই সফরের বাকী সময়টাতে ধরে রাখতে চাই।’

টেস্ট দলের ব্যাটসম্যানরা আগে-ভাগেই চলে গিয়েছিলেন নিউজিল্যান্ডে। ১৫ ফেব্রুয়ারি পা রেখে মানিয়েও নিয়েছেন বেশ। দলের তরুন এই ক্রিকেটার মনে করেন এ কারণেই প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন ব্যাটসম্যানরা। সাদমান বলছিলেন, ‘ব্যাটিংয়ে ভাল খেলে আত্মবিশ্বাস বেড়েছে। বুঝতে পারছি এখানে কিভাবে খেলতে হবে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। আমাদের দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। ওদের বিপক্ষে ভাল খেলেই মিলেছে সাফল্য।’

টেস্ট সিরিজে ভাল খেলতে হলে এভাবেই ব্যাট করতে হবে বলে মনে করেন সাদমান ইসলাম। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে, শুরু ৮ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে।

এ সম্পর্কিত আরও খবর