ক্রিকেটার না হলে ডাক্তার হতেন রশিদ খান

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 08:55:00

তার ক্রিকেট রেকর্ড ঈর্শ্বনীয়।

৫২ টি ওয়ানডেতে ১১৮ উইকেট। উইকেট প্রতি রান গড় মাত্র ১৪.৪৭! সেরা বোলিং, ১৮ রানে ৭ উইকেট। টি-টুয়েন্টিতে আরো দুর্দান্ত! ৩৮টি আর্ন্তজাতিক টি-টুয়েন্টিতে শিকার ৭৫ উইকেট। সেরা ৩ রানে ৫ উইকেট। এর মধ্যে আবার টানা চার বলে চার উইকেট, অর্থাৎ ডাবল হ্যাটট্রিকও আছে! টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সব আসরেই খেলার অভিজ্ঞতা আছে তার। এককহাতে যে কোন ম্যাচ জেতানোর দক্ষতা আছে আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খানের।

বিশ্ব ক্রিকেটে লেগস্পিন বোলিংয়ে বিস্ময়ের পর বিস্ময় সৃষ্টি করে চলেছেন ২১ বছর বয়সী এই লেগস্পিন গুগলি বোলার। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকইনফো রশিদ খানের সঙ্গে ক্রিকেট আড্ডায় মেতেছিলো। সেই আড্ডায় ক্রিকইনফোর ২৫ প্রশ্নের উত্তর দেয়ার ইনিংস কিভাবে খেললেন রশিদ খান, নিচে তারই এক ঝলক!

অন্য খেলার কোন ক্রীড়াবিদের সঙ্গে সাক্ষাত করতে চান?
# ক্রিশ্চিয়ানো রোনালদো।
আপনি খেলেছেন এমন তালিকায় সেরা বোলার কে?
# সুনীল নারায়ন।
ক্রিকেট ছাড়া সময় কাটানোর সেরা উপায়?
# বাসায় বসে বিশ্রাম নেয়া।
ফিল্ডিংয়ে নিজের সেরা পজিশন?
# মিড অফ এবং মিড অন।
ক্রিকেটার না হলে কি হতেন?
# ডাক্তার।
ক্রিকেট ছাড়া অন্য কোন খেলার ট্রফি জিততে চান?
# ফুটবল।
কোন একটা রেকর্ড নিজের নামের পাশে দেখতে চান?
# দ্রততম ফিফটি।
ছুটি কাটাতে প্রিয় জায়গা?
# মালদ্বীপ।
ইতিহাসের কোন ক্রিকেটারের বিপক্ষে বোলিং করতে চান?
# শচীন টেন্ডুলকার।
মাঠে নামার আগে কোন কুসংস্কার আছে?
# নাহ্, একেবারে না।
ইতিহাসের কোন ক্রিকেট ম্যাচ দেখতে চান?
# ২০০৬ সালের জোহান্সবার্গের দ. আফ্রিকা-অস্ট্রেলিয়ার ওয়ানডে।
প্রিয় অধিনায়ক, যার অধীনে খেলেছেন?
# আসগর সানিকজাই।
বিশ্বকাপে দেখা নিজের সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটা?
#পাকিস্তান বনাম ভারতের ম্যাচ সবসময়ে স্মরণীয়।
আপনাকে নিয়ে সিনেমা হলে নায়ক কে হবেন?
# আমির খান।
এই মূহূর্তে কোন গানটা গুনগুন করছে মস্তিস্কে?
# বেপানায় প্যায়ার হ্যায় আজা...।
 ফোনের মধ্যে কোন অ্যাপস সবচেয়ে বেশি ব্যবহার করেন?
# ওয়াটসঅ্যাপ।
বাকি জীবন খেতে চান এমন একটা খাবার?
# বারবি কিউ।
ওয়ানডেতে নিজের প্রিয় পারফরমেন্স?
# ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭/১৮, ২০১৭ সালের জুনে।
কার বিপক্ষে ব্যাট করতে সবচেয়ে বেশি পছন্দ করবেন?
# যে কারো বিপক্ষে।
আফগান দলে সেরা রসবোধ সম্পন্ন ক্রিকেটার কে?
# মোহাম্মদ শাহজাদ।
সেরা চার বোলার আপনার দৃষ্টিতে?
# রাবাদা, মুজিব, বুমরা ও ভুবেনশ্বর।
সরাসরি মঞ্চে দেখতে চান কোন শিল্পীর পারফরমেন্স?
# আনুশকা শর্মা।
বিমানে কোন সতীর্থ’র পাশে আসন চান না আপনি?
# সবার সঙ্গেই থাকতে চাই।
কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে পছন্দ করেন?
# বাছবিচার নেই। সব ব্যাটসম্যান।
বিশ্বের অন্য আর কোন দেশের হয়ে খেলতে চাইতেন?
# আমি আফগানিস্তানের হয়ে খেলেই সুখী।

এ সম্পর্কিত আরও খবর