দুই রনির দাপটে গাজী গ্রুপের অনায়াস জয়

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:01:19

বৃষ্টির উৎপাত সঙ্গী করেই এগিয়ে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের টি-টুয়েন্টি পর্ব। মঙ্গলবার বিকেএসপির বিপক্ষে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২৭ রানের অনায়াস জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অবশ্য ফাল্গুনের বৃষ্টির বাধায় খেলা নির্বিঘ্নে হতে পারেনি। ১০ ওভারে নেমে আসে ম্যাচ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে তুলে ১২৪ রান। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে বিকেএসপি করে ৯৬ রান।

১০ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন রনি তালুকদার। সঙ্গে দাপট ছিল সাজ্জাদুল হক, মাইশুকুর রহমানের। এরপর আরেক রনির দাপটে বিকেএসপি উড়ে গেল। আবু হায়দার রনি বল হাতে ঝড় তুলে একশর আগেই উড়িয়ে দেন নবাগত বিকেএসপিকে।

ওভার মাত্র ১০। ৬০ বল। শুরু থেকেই তাইতো দ্রুত রান তুলতে মনোযোগী ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। দুই ওপেনার রনি ও ওয়ালিউল করিম ৫.১ ওভারে গড়েন ৬২ রানের জুটি। ১৮ বলে ২৫ রান তুলে ফেরেন ওয়ালিউল। আর ১৬ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস আসে রনির ব্যাট থেকে। শামসুর রহমান অবশ্য ফিরে যান চটজলদি।

তারপরও গাজী গ্রুপের রানের চাকা ছিল সচল। ৮ বলে ২০ রান তুলেন সাজ্জাদুল। মাইশুকুর ১৯ ও তৌহিদ তারেক করেন ১১ রান। ১০ ওভারে ১২৩ রানের বড় সংগ্রহ গড়ে গাজী। আর বিকেএসপির বাঁহাতি স্পিনার নৌশাদ নেন ৩ উইকেট।

জবাব দিতে ব্যাট করতে নেমে বিকেএসপি শুরুতেই আবু হায়দার রনির বোলিং তোপে পড়ে। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলা দলটি মাত্র ৬ রান তুলতেই হারায় তিন উইকেট।

যদিও এরপরই আমিনুল ইসলাম ও আকবর আলী গড়েন ৭৯ রানের জুটি। ২০ বলে ৪৩ রান করেন দলে উইকেট কিপার ব্যাটসম্যান আকবর। আর ২৪ বলে ৩৪ রান আসে আমিনুলের। সব মিলিয়ে আবু হায়দার রনি ২ ওভারে মাত্র ২ রানে নেন ২ উইকেট। তবে ম্যাচসেরা আরেক রনি। যিনি ব্যাট হাতে তুলেছিলেন ঝড়!

সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১০ ওভারে ১২৩/৪ (রনি ৪১, ওয়ালিউল ২৫, শামসুর ১, সাজ্জাদুল ২০, মাইশুকুর ১৯*, তারেক ১১*; সুমন ০/২৯, মুরাদ ১/১৮, নৌশাদ ৩/২০)
বিকেএসপি: ১০ ওভারে ৯৬/৪ (ফাহাদ ০, রাতুল ২, শামিম ৪, আমিনুল ৩৪*, আকবর ৪৩, কাইয়ুম ৯*; আবু হায়দার রনি ২/২, মেহেদি ১/২২, রাব্বি ১/১৭)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৭ রানে জয়ী
ম্যাচসেরা: রনি তালুকদার

এ সম্পর্কিত আরও খবর