সনাৎ জয়াসুরিয়াকে ক্রিকেটে নিষিদ্ধ করলো আইসিসি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 22:12:08

বোঝাই যাচ্ছিলো সমস্যায় পড়তে যাচ্ছেন সনাৎ জয়াসুরিয়া। হলোও তাই। একেই বলে বিপদকে আমন্ত্রণ জানিয়ে সেই গর্তে পা ফেলা! দুর্নীতির অভিযোগ তদন্তে সহযোগিতা না করায় আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ককে দু’বছরের জন্য সব ধরনের ক্রিকেট কর্মকান্ডে নিষিদ্ধ করেছে।

আইসিসি সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তার এই শাস্তির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

গত বছর আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন বিধিমালা ভঙ্গের জন্য দুটো অভিযোগ আনে। এই অভিযোগে বলা হয় শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক আকসুকে দুর্নীতি দমনের কাজে সহযোগিতা করছেন না। শুধু তাই নয়, সংশ্লিষ্ট দুর্নীতি দমন তদন্ত কাজ বাধাগ্রস্ত করা, তদন্ত কাজ দীর্ঘায়িত করা, প্রমান নষ্ট করা, মুছে ফেলা অথবা তথ্যাদি লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন।

তদন্ত চলাকালে আকসু প্রমান উপাত্ত হিসেবে জয়াসুরিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও চেয়েছিলো। কিন্তু জয়াসুরিয়া এসব অনুরোধ পাত্তাই দেননি। আকসু তার বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পরে জয়াসুরিয়া সাংবাদিকদের জানান-তিনি সবসময় স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে অটল। ‘ম্যাচ ফিক্সি’ অথবা ‘পিচ ফিক্সি’ এর মতো কোন ‘দুর্নীতিমুলক কর্মকান্ডের’ সঙ্গে তিনি জড়িত নন।

আকসু বেশ দীর্ঘসময় তদন্ত প্রক্রিয়া পরিচালনা করার পর সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধে সন্দেহভাজন ‘ম্যাচ ফিক্সিং’ এবং ‘পিচ ফিক্সিং’ এর অভিযোগ এনেছিলো। অভিযোগ আনার পর এই তদন্তের বাকি প্রক্রিয়ায় জয়াসুরিয়াকে সহায়তা করার জন্য আকসুর অনুরোধ জানায়। কিন্তু আকসুর সেই অনুরোধ গনায় ধরেননি জয়াসুরিয়া। আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান-শ্রীলঙ্কার ক্রিকেটে লম্বা সময় ধরে চলে আসা দুর্নীতির চক্রকে ভেঙ্গে ফেলতে এবং দুর্নীতিবাজদের প্রকাশ্য আনতে আকসু ব্যাপক তদন্ত চালায়।

আকসুর এই তদন্ত দল বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য জয়াসুরিয়াকে ডাকে। তার সহায়তা চায়। কিন্তু কখনোই জয়াসুরিয়া তাদের ডাকে সাড়া দেননি। বাধ্য হয়েই এখন আইসিসি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিলো।

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার ওপেনার সনাৎ জয়াসুরিয়া ক্রিকেট থেকে অবসর নেয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িয়ে যান। বোর্ডে নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন কিছুদিন। ২০১০ সালে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন। মাতারা জেলা থেকে বিপুল ভোট পেয়ে নির্বাচিতও হন। মহেন্দ্র রাজাপাকশের শাসন আমলে সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা সরকারের উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর