বোলিং সমস্যা ও সমাধানের ব্যাখায় স্পিন কোচ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-16 10:31:01

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ স্টিভ রোডস। ফ্ল্যাট উইকেটে কেন বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা পারেননি, সেই ব্যাখা দিয়েছিলেন তিনি।

ম্যাচের তৃতীয়দিন বাংলাদেশের স্পিন কোচ সুনীল জোসী ব্যাখা দিলেন কেন এই উইকেটে বাংলাদেশের বোলাররা বিশেষ করে স্পিনার মেহেদি হাসান মিরাজ কিছু করতে পারেননি। লম্বা ব্যাখায় সুনীল জোসী যা বললেন তার সারমর্ম দাড়াচ্ছে-এই টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুতিটা বাংলাদেশের মোটেও ঠিক ছিলো না। বলতে গেলে সাদা বলের জন্য খেলার যে প্রস্তুতি লাগে তার ধারে কাছে ছিলো না দলটি। আপাতত দলের বোলিং ব্যর্থতার কারণ হিসেবে নিউজিল্যান্ডের কন্ডিশনে এই উইকেটে খাপ খাইয়ে নিতে না পারাকেই বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন সুনীল জোসী।

সমস্যার কথা বলে সেই সঙ্গে সমাধানের পথও দেখিয়েছেন বাংলাদেশ স্পিন কোচ-‘যত দ্রুত এসব কন্ডিশনে উপমহাদেশের স্পিনাররা নিজেদের মানিয়ে নিতে পারবে ততই তাদের সমস্যার সমাধান হবে। বিদেশ সফরে আসা উপমহাদেশের ফিঙ্গার স্পিনাররা সবসময় বড় চ্যালেঞ্জে পড়ে। এই টেস্টের কথাই বলি। ম্যাচের প্রথমদিন মিরাজের মোটেও ভালো যায়নি। তবে আমরা জানি সে লড়াইয়ে ফিরবেই। উইকেটে ভাঙ্গাচোরা অংশে সে ভালই বল করেছিলো। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সত্যিকার অর্থেই দুর্দান্ত ব্যাটিং করেছে। এমনসব কন্ডিশনে স্পিনারদের ক্ষেত্রে বেশি রান দেয়ার ব্যাপার ঘটতেই পারে। এসব প্রান্তের উইকেটে খেলতে হলে আমাদের মানষিকতায় বড় ধরনের একটা পরিবর্তন আনতে হবে।’

নিজের ব্যাখায় কোন অজুহাত দাড় না করিয়ে বাংলাদেশের স্পিন কোচ বাস্তবতাটা তুলে ধরে বলেন-‘ ব্যাপারটা উল্টোভাবেও ঘটে। বেশিরভাগ পশ্চিমা দলগুলো উপমহাদেশের উইকেটে খেলতে এসে স্পিনের বিপক্ষে সমস্যায় পড়ে। তখন তারা সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয় সেই মানষিকতা বদলে ফেলে। এখন এখানে সাফল্য পেতে হলে আমাদের স্পিনারদেরও তেমনভাবেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার বেশ দ্রুত অভ্যস্থতা গড়তে হবে। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ আমাদের বোলাদের জন্য বড় চ্যালেঞ্জের। মেহেদি মিরাজ তরুণ বোলার। এখনো সে শিখছে। তাকে তার কাজের স্বকীয়তা দেয়া উচিত। আমি নিশ্চিত সে সফল হবে।’

৪৯ ওভারে ২৪৬ রান খরচা। টেস্টে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলারের নাম এখন মেহেদি হাসান মিরাজ। এই ব্যয়বহুল বোলিং বিশ্লেষণ দেখেও মিরাজের বোলিংয়ে টেকনিক্যাল কোন ত্রুটি দেখছেন না বাংলাদেশ স্পিন কোচ। বললেন-‘তার বোলিংয়ের ভিত্তিমুলে কোন সমস্যা নেই। টেকনিকেও ভুলের কিছু নেই। যা করতে হবে তার নাম মানষিকতায় কিছু বদল। আর বোলিংয়ে আরো সুশৃঙ্খলতা বজায় রাখতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর