গেইলের ২৭ বলে ৭৭, উড়ে গেল ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:31:52

সুযোগ পেয়েছিলেন সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে। এরপর ব্যাট হাতে সেই পুরনো ছন্দের দেখা পেয়ে পরের ম্যাচগুলোতেও ছিলেন একাদশে। সেই পুরনো ক্রিস গেইলকেই খুঁজে পাওয়া গেল সিরিজের শেষ ম্যাচে। ক্যারিবীয় ব্যাটিং দানব চার-ছক্কার ঝড় বইয়ে দিয়ে গড়লেন নতুন এক রেকর্ড। তারপরই পথ ধরে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে পাত্তাই দিলো না ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার সেন্ট লুসিয়ায় ৭ উইকেটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ করল স্বাগতিকরা। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। পেসার ওশেন টমাস নেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। এরপর গেইল ঝড়ে ১২.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।

২২৭ বল বাকি থাকতেই জিতল জেসন হোল্ডারের দল। বলের হিসাবে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় হার। ২০০৩ সালে ২২৬ বল হাতে রেখে ইংলিশদের হারিয়েছিল অস্ট্রেলিয়া।

শনিবার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামাটাই যেন ভুল ছিল ইংল্যান্ডের। একের পর এক উইকেট হারিয়ে দল কোনঠাসা হয়ে পড়ে। বাউন্সি উইকেটে সেই ধাক্কা আর সামলে উঠা হয়নি। বিশেষ করে টমাসের পেসের সামনে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ছিলেন যারপরনাই অসহায়।

এরমধ্যে দলের সর্বোচ্চ ২৩ রান করেন অ্যালেক্স হেলস আর জস বাটলার। ক্যাপ্টেন ওয়েন মরগান করেন ১৮ রান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২১ রানে ৫ উইকেট শিকার করেন টমাস।

জবাব দিতে নেমে গেইল ছিলেন খুনে মেজাজে। প্রতিপক্ষের বোলারদের অসহায় করে দেন তিনি। মাত্র ১৯ বলে তুলে নেন ফিফটি। ওয়ানডেতে এটিই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে ২০১০ সালে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে অর্ধশতক আসে ড্যারেন স্যামির ব্যাটে।

ঝড়ো ইনিংসে শনিবার গেইল ২৭ বলে করেন ৭৭ রান। ইনিংসে ছিল নয় ছক্কা ও পাঁচ চার। এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন আগের ম্যাচেই। রোহিত শর্মার ২৩ ছক্কার রেকর্ড পেছনে ফেলে গেইল এবার হাঁকালেন ৩৯ ওভার বাউন্ডারি!

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড: ২৮.১ ওভারে ১১৩ (বেয়ারস্টো ১১, হেলস ২৩, রুট ১, মরগান ১৮, স্টোকস ২৩, মইন ১২, ওকস ০, কারান ০, রশিদ ০, উড ০*;  কটরেল ১/২৩, হোল্ডার ২/২৮, ব্র্যাথওয়েট ২/১৭, টমাস ৫/২১, নার্স ০/২৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১২.১ ওভারে ১১৫/৩ (গেইল ৭৭, ক্যাম্পবেল ১, হোপ ১৩, ব্রাভো ৭*, হেটমায়ার ১১*; ওকস ১/৫৬, উড ২/৫৫, কারান ০/৪)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
সিরিজ: ২-২ সমতায় শেষ পাঁচ ম্যাচের সিরিজ
ম্যাচসেরা: ওশেন টমাস
সিরিজসেরা: ক্রিস গেইল

এ সম্পর্কিত আরও খবর