আরও এগিয়ে গেল জুভেন্টাস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:53:34

শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। সিরি এ-তে নাপোলির বিপক্ষে তুরিনের ক্লাবটি তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। রোববার রাতে দ্বিতীয়স্থানে থাকা দলটিকে ২-১ গোলে হারিয়েছে জুভরা।

নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় ফেভারিটদের জিততে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। ম্যাচের শুরুতেই অবশ্য নিয়মিত গোলকিপারকে হারিয়ে বসে নাপোলি। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকাতে গিয়ে ডি বক্সের মধ্যে ফাউল করেন গোলরক্ষক আলেক্স পেরেত। তারই পথ ধরে লাল কার্ড দেখেন তিনি।

এরপর সেই দশজনের দলের বিপক্ষে ২৮তম মিনিটে এগিয়ে যায় জুভরা। গোলদাতা মিরালেম পিয়ানিচ। তবে দশজন নিয়েও বেশ লড়ে যাচ্ছিল স্বাগতিকরা। পাল্টা আক্রমনে ব্যস্ত রাখে প্রতিপক্ষকে। ভাগ্য সঙ্গে থাকলে এগিয়েও যেতে পারতো।

যদিও ৩৯তম মিনিটে আরো পিছিয়ে পড়ে নাপোলি। ফেদেরিকো বের্নারদেস্কির  ভাসানো ক্রসে এমরে কানের হেড থেকে ভেসে যাওয়া বল এক ডিফেন্ডারের গায়ে লেগে আশ্রয় নেয় প্রতিপক্ষের জালে।

এরপর ৪৭তম মিনিটে দশজনের দল হয়ে যায় জুভেন্টাসও। বিনা কারণে হাত দিয়ে বল আটকে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার পিয়ানিচ। লালকার্ড দেখেন তিনি। এরমধ্যে ৬১তম মিনিটে ব্যবধান কমায় নাপোলি। সতীর্থ লরেঞ্জো ইনসিনিয়ের ক্রসে নিশানা খুঁজে নেন হোসে কায়েহন।

৮৩তম মিনিটে জুভেন্টাসের ডি-বক্সে আলেক্স সান্দ্রোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি নাপোলির ইনসিনিয়ে।

এই জয়ে শিরোপা ধরে রাখা প্রায় নিশ্চিত হয়ে গেল জুভেন্টাসের। অষ্টম শিরোপার মিশনে থাকা দলটির ২৬ ম্যাচে অর্জন ৭১ পয়েন্ট। নাপোলির চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে তুরিনোর দলটি। ৪৮ পয়েন্ট নিয়ে তিন নম্বর ইন্টার মিলান।

এ সম্পর্কিত আরও খবর