নতুন উচ্চতায় উইলিয়ামসন

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 16:09:03

সময়ের সঙ্গে পথ চলতে চলতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। কারো রায়ে নিউজিল্যান্ডের ইতিহাসে তিনিই সর্বকালের সেরা ব্যাটসম্যান। পারফরম্যান্সই তাকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরি এসেছে কেন উইলিয়ামসনের ব্যাটে। কিউইদের ইতিহাসে সবচেয়ে বেশি ২০টি টেস্ট শতরানের রেকর্ড গড়েন তিনি।

হ্যামিল্টনে ডাবল সেঞ্চুরির পথে দেশের ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। এই সাফল্যের পথ ধরে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দেশের হয়ে গড়লেন নতুন এক ইতিহাস।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরির আগে ছিলেন ৮৯৭-এ। এখন কিউই অধিনায়কের রেটিং পয়েন্ট ৯১৫।

কে জানে ব্যাট আবারো কথা বললে হয়তো ছাড়িয়ে যেতে পারেন ভারতের বিরাট কোহলিকেও। শীর্ষে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়কের রেটিং পয়েন্ট ৯২২। টাইগারদের বিপক্ষে সিরিজেই হয়তো উইলিয়ামসন ছাড়িয়ে যেতে পারেন তাকে।

এর আগে কিউইদের হয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং ক্লাবে পা রেখেছিলেন একজনই। তিনি পেস বোলার রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে ৯০৯ রেটিং নিয়ে এই কিংবদন্তি উঠেছিলেন শীর্ষে।

স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে কেন উইলিয়ামসনের। সর্বকালের সেরা ওই ব্যাটসম্যানই আছেন সাফল্যের চূড়ায়। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ রেটিং এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির। সেই ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে ৯৭৪ রেটিং পয়েন্ট হয়েছিল স্যার ডনের।

অগ্রজ সেই লিজেন্ডকে ছুঁয়ে ফেলার পথেই ছিলেন স্টিভেন স্মিথ। সাবেক অজি অধিনায়কের ২০১৭ সালে রেটিং পয়েন্ট হয়েছিল ৯৪৭।

এ সম্পর্কিত আরও খবর