এশিয়ান গেমসে ফের ক্রিকেট

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 10:27:14

এশিয়ার অলিম্পিক নামেই পরিচিত এই আসর। যেখানে বাংলাদেশের সেরা সাফল্য এসেছিল ক্রিকেট থেকে। ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে পুরুষ ইভেন্টে স্বর্ণ জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর অবশ্য ২০১৪ সালে সাফল্য পায়নি টাইগাররা। চারবছর পর ক্রিকেটকে বাইরে রেখেই ইন্দোনেশিয়ায় বসে এই আসর। তবে খুশির খবর হলো-ফের এশিয়ান গেমসে দেখা মিলবে ক্রিকেটের।

২০২২ সালে চীনের হাংঝৌতে অনুষ্ঠিত হবে এশিয়াড। যেখানে আবারও ক্রিকেটকে ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওএসি)। এবারো টি-টুয়েন্টি ফরমেটেই লড়বে দলগুলো।

অবশ্য দুবারই এশিয়ান গেমসে ভারতকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের লড়াই। আর এই সুযোগটাই নিয়েছে অন্যরা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানর মধ্যেই থেকেছে পদকের লড়াই।

অতীতে এশিয়াড ক্রিকেট বয়কট করায় ওএসির তোপে পড়েছিল ভারত। এবার দেখা যেতে পারে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী এই দলটিকে। বলা হচ্ছে- ২০২২ এশিয়ান গেমসে পুরুষ ও নারী দুটি বিভাগেই শক্তিশালী দল পাঠাবে ভারত।

 

এ সম্পর্কিত আরও খবর