শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:39:30

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের চোখে চোখ রেখেই কথা বলছে বসুন্ধরা কিংস। লিগের নবাগত দলটি বুঝিয়ে দিয়েছে শিরোপা জিততে প্রস্তুত তারাও। সেই সাফল্যের ধারাবাহিকতায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো বসুন্ধরা। দুইয়ে নেমে গেল আবাহনী।

মঙ্গলবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য অনায়াসে জিততে পারেনি বুসন্ধরা।৫৭তম মিনিটে দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ডি সিলভার দেওয়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। তার দৃষ্টিনন্দন বাই-সাইকেল কিকেই গোল পায় বসুন্ধরা।

এ অবস্থায় প্রিমিয়ার লিগে নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বসুন্ধরা। আবাহনী অর্জন ২৪ পয়েন্ট।

মুক্তিযোদ্ধা ৩ : ব্রাদার্স ০

প্রিমিয়ার লিগে মঙ্গলবার আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দলটির হয়ে জোড়া গোল করলেন জাপানি রিক্রুট ইউসুকে কাতো। অন্য গোলটি মেহেদী হাসান রয়েলের।

এই জয়ে নয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের অর্জন ১৩ পয়েন্ট। ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে আছে সবার নীচে।

আরামবাগ ১ : রহমতগঞ্জ ১

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দারুণ জমে উঠেছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির লড়াই। যেখানে কেউ জেতেনি, কেউ হারেনি। ১-১ ড্র হয়েছে ম্যাচটি। খেলার চতুর্থ মিনিটে পেনাল্টিতে গোল করে আরামবাগকে এগিয়ে দেন জাহিদ হোসেন। ৩৬তম মিনিটে সমতা ফেরান সিও জুনাপিও।

প্রিমিয়ার লিগে এ অবস্থায় ১০ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট রহমতগঞ্জের।

এ সম্পর্কিত আরও খবর