ওয়েলিংটন টেস্টেও অনিশ্চিত মুশফিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 04:52:02

ওয়েলিংটনে প্রথমদিনের অনুশীলন সেশনে সবচেয়ে বড় ‘খবর’ ছিলেন মুশফিক রহিম। বুধবারের সকালের অনুশীলনে হালকা চালে ব্যাটিং করেন। তবে তার শারীরিক ফিটনেস এবং অনুশীলনের ধরণ জানান দিচ্ছে ওয়েলিংটন টেস্টেও সম্ভবত খেলা হচ্ছে না তার। লিগামেন্ট এবং পাঁজরের ইনজুরির যদি নাটকীয় কোন উন্নতি না হয় তাহলে সিরিজের দ্বিতীয় টেস্টেও মুশফিক দর্শক!

ওয়েলিংটনে অনুশীলন সেশনে মুশফিক একেবারে প্রস্তুত হয়েই নেমেছিলেন। তবে ঠিক যাকে বলে প্রপার নেট প্রাকটিশ সেটা ঠিক হলো না। অনুশীলনের শুরুর দিকের ব্যাটিংয়ে টেনিস বলে খেললেন। শেষের দিকে ক্রিকেট বলেও অনুশীলন হলো। তবে বলের গতি তেমন জোরে নয়। ব্যাট-প্যাড নিয়ে নড়াচড়ায় এখনো কষ্ট হচ্ছে মুশফিকের। এত বিলম্বিত রিফেক্স নিয়ে টেস্ট ম্যাচে খেলতে নামা যায় না।

ব্যথা সয়ে ক্রিকেট মাঠে নেমে পড়ার বীরত্ব আগেও দেখিয়েছেন মুশফিক। ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টেও তেমনকিছু করে ফেলবেন কিনা-সেই প্রসঙ্গে বুধবার (৬ মার্চ) সকালে অনুশীলন নেটে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলছিলেন-‘টেস্ট ম্যাচে খেলার জন্য মুশফিক দ্রুততম সময়ে ফিরে আসতে মুশফিক তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ওয়েলিংটনে প্রথম অনুশীলন সেশনে সে অংশ নিয়েছে। প্রথমে টেনিস বল, রাবারের বলে ব্যাটিং করেছে। শেষের দিকে ক্রিকেট বলেও অনুশীলন করেছে। ক্রিকেট বলে অনুশীলনের সময় দেখা গেছে লিগামেন্টের চোট তার সমস্যা বাড়াচ্ছে। সেই সূত্রেই বলতে পারি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে; যদি না রাতারাতি আশ্চর্যজনক কোন উপায়ে সে চোট সারিয়ে উঠতে পারে!’

কাদশে যাতে মুশফিক খেলতে পারেন সেই সুযোগের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে দল। তবে বাস্তবতা জানাচ্ছে ওয়েলিংটনে আপাতত মুশফিকের খেলার সম্ভাবনা প্রায় শূণ্যের কোটায়। কোচের কথার শেষাংশেও সেই বাস্তবতারই প্রতিফলন-‘মুশফিকের ইনজুরি প্রসঙ্গে সুখবরটা হলো চোট থেকে সেরে উঠে তৃতীয় টেস্টে খেলার জন্য সঠিক পথে আছে সে। আশায় আছি এই সময়ের মধ্যে আর নতুন কোন ইনজুরিতে যে না পড়লেই হলো।’

লিগামেন্ট এবং পাঁজরের ইনজুরির চোটে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি বাংলাদেশের উইকেটকিপার কাম এই ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ে এই চোট পান মুশফিক।

ওয়েলিংটনের সঙ্গে মুশফিকের চমৎকার একটা সুখস্মৃতি আছে। শেষবার নিউজিল্যান্ড সফরে এই ভেন্যুতে ১৫৯ রানের বড় ইনিংস খেলেছিলেন মুশফিক। সঙ্গী সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছিলেন রেকর্ড ৩৫৯ রান। সাকিব সেই টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন। ইনজুরির কারণে সাকিবও নিউজিল্যান্ড সফরে নেই। এই মাঠে বাংলাদেশের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান থাকছেন না এবার। দুই বছর আগের সেই টেস্টে এই দুই বড় সেঞ্চুরি এবং বিশাল ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেও বাংলাদেশ ম্যাচে হার বাঁচাতে পারেনি! এবার?

এ সম্পর্কিত আরও খবর