নারী বন্দনায় সাকিব

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 06:18:38

৮ মার্চ, বিশ্ব নারী দিবস। ১৯৭৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতি মিললেও গোটা বিশ্বেই শতবছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে দিবসটি। পিছিয়ে নেই বাংলাদেশও। এই দিনে নারী বন্দনায় মেতে উঠছেন অনেকেই। কথা বলছেন নারী অধিকার নিয়েও। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়কও দিবসটিতে নারীদের অবদানের কথা মনে করিয়ে দিলেন।

বিশ্বসেরা অল-রাউন্ডার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সকল নারীদের জানালেন নারী দিবসের শুভেচ্ছা।

বাংলা এবং ইংরেজি ভাষায় সাকিব লিখেছেন, 'Women have brought a perfect balance to the world and have made it a better place! They inspire mankind with love, courage and dignity. Happy Women’s Day to every women out there!'

‘নারীরা পৃথিবীতে এনেছে সামঞ্জস্যতা! সাহস, ভালোবাসা ও গৌরবে নারীরা সমগ্র মানব সভ্যতাকে করেছে অনুপ্রাণিত। তাই পৃথিবীর সকল নারীদের জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা!’

সাকিব ইনজুরি এখন আছেন জাতীয় দলের বাইরে। তাকে ছাড়াই দল খেলছে নিউজিল্যান্ড সফরে। সবকিছু ঠিক থাকলে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারেন এই অলরাউন্ডার।

এ সম্পর্কিত আরও খবর