শেষ ওভারে জিতলো রূপগঞ্জ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 10:54:11

শাহরিয়ার নাফীস যখন ৫৯ রানে আউট হলেন তখনো ম্যাচ জিততে লিজেন্ডস অব রূপগঞ্জের চাই ১০ রান। বল বাকি ৮টি। উইকেট হাতে তিনটি। সেই বাধা টপকে গেলো রূপগঞ্জ শেষের দুই ব্যাটসম্যান মুক্তার আলী ও মোহাম্মদ শহীদের ব্যাটে। ম্যাচ জিতলো ১ উইকেটে, শেষ ওভারের পঞ্চম বলে!

২২০ রান তুলে ম্যাচ জমিয়ে রাখার কৃতিত্ব ব্রার্দাস ইউনিয়নের বোলাদের। জয়ের জন্য সহজভাবেই সামনে বাড়ছিলো রূপগঞ্জ। কিন্তু শেষের দিকে জাকের আলী ও শাহরিয়ার নাফীসকে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন ব্রাদার্সের বোলাররা। তবে ব্যাট হাতে দুই বোলারের দৃঢ়তায় রূপগঞ্জ ম্যাচ জেতে।

বিকেএসপিতে টসে জিতে ব্রার্দাসকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ৫০ ওভারে ব্রাদার্সের ৮ উইকেটে ২২০ রানের মধ্যে হাফসেঞ্চুরি মাত্র একটি। ইনফর্ম ব্যাটসম্যান ইয়াসির আলী ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৯ বলে ৬৫ রান করেন। শেষের দিকে শরীফুল্লাহ (৩৫) ও  অধিনায়ক মোহাম্মদ শরীফ (২৪*) এবং হাবিবুর রহমানের ২০ রানের সুবাদে ব্রাদার্সের সঞ্চয় ২২০ রানে গিয়ে পৌছায়।

ভাল শুরুর পরও রূপগঞ্জ শুরুর পাওয়ার প্লে’র পর হঠাৎ দ্রত তিন উইকেট হারিয়ে বসে। কিন্তু একপ্রান্ত আঁকড়ে রেখে শাহরিয়ার নাফীস ঠিকই লড়াই চালিয়ে যান। দলকে জয়ের খুব কাছে পৌছে দিয়ে শাহরিয়ার ফিরেন ৯৮ বলে ৫৯ রান করে। মুলত লম্বা সময়ে ধরে খেলার তার ব্যাটিং কৌশলই এই ম্যাচে রূপগঞ্জকে নাটকীয় জয় এনে দেয়।

সংক্ষিপ্ত স্কোর: ব্রার্দাস ইউনিয়ন: ২২০/৮ (৫০ ওভারে, ইয়াসির আলী ৬৯, শরীফুল্লাহ ৩৫, শরীফ ২৪*, হাবিবুর ২০, মুক্তার আলী ২/৩৮, নাবিল ২/৪১)। লিজেন্ডস অব রূপগঞ্জ: ২২১/৯ (৪৯.১ ওভারে, শাহরিয়ার নাফীস ৫৯, আসিফ ৩৮, ধাওয়ান ২২, সিএস জানি ৩/৬৪, শরীফ ২/৩৫)। ফল: রূপগঞ্জ ১ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: শাহরিয়ার নাফীস।

এ সম্পর্কিত আরও খবর