টানা অষ্টম শিরোপা জয়ের পথে জুভেন্টাস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:21:27

সিরি-এ ট্রফি মানেই যেন জুভেন্টাসের। এখানে তুরিনোর ক্লাবটির একচেটিয়া দাপট চলছে অনেক বছর ধরেই। টানা সাতবারের ট্রফি জয়ের পর এবারো লড়াইয়ে এগিয়ে। ইতালিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মূল্যবান শিরোপাটি জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলো ফেভারিটরা।

শুক্রবার রাতে নিজেদের মাঠে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। যদিও নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই মাঠে নেমেছিল তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটি। পয়েন্টি তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৯ পয়েন্টে এখন জুভরা। এর অর্থ শিরোপা জয় শুধুই সময়ের ব্যাপার মাত্র তাদের।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও পাওলো দিবালাদের ছাড়াই এদিন মাঠে নামে। তবে মোইজে কিনের জোড়া গোলে হাসিমুখে মাঠ ছাড়ে জুভেন্টাস। অন্য দুটি গোল করেন এমরে কান আর ব্লেইস মাতুইদি।

খেলার ১১তম মিনিটেই কিনের গোলে এগিয়ে যায় ফেভারিটরা। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বুঝিয়ে দেন সামনেই ঝড় তুলতে আসছেন।

৬৮তম এমরে কানের স্পট কিকে জুভরা আরো এগিয়ে যায়। এবার উদিনেসের জালে চতুর্থ গোলটি করেন মাতুইদি। এরপর অবশ্য দলটির হয়ে একটি গোল শোধ করেন কেভিন লাজানিয়া।

এবারের সিরি এ-তে এখন অব্দি অপরাজিত জুভেন্টাস। ২৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দলটি আছে শীর্ষে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে এরপরই নাপোলি।


এ সম্পর্কিত আরও খবর