গেইলরা ৪৫ রানে অলআউট

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:23:51

শিরোনাম দেখে নিশ্চয়ই বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছেন! ব্যাটিং বিপর্যয় হতেই পারে, তাই বলে মাত্র ৪৫ রানে অলআউট! এমন লজ্জাতেই শুক্রবার রাতে পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে ৫০ রানের আগেই সাজঘরে ফিরলেন সবাই!

তারই পথ ধরে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ক্যারিবীয়দের ১৩৭ রানে হারালো সফরকারীরা। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিয়েছে ইংলিশরা।

বলা দরকার, এটিই টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে আফগানিস্তানকে তারা হারায় ১১৬ রানে।

শুক্রবার সেন্ট কিটসে প্রথমো ব্যাট করতে নেমে ২০ ওভারে ইংল্যান্ড করে ১৮২ রান। জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলিং তোটে মাত্র ৪৫ রানেই শেষ স্বাগতিকরা।

এমন বিপর্যয়ে বিব্রতকর এক রেকর্ড যোগ হলো উইন্ডিজের নামের পাশে। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাদের সর্বনিম্ন রান।

শুক্রবার ওয়ার্নার পার্কের উইকেটে অনায়াসে রান তুলেছে ইংল্যান্ড সেখানেই ভরাডুবি হয়েছে উইন্ডিজের। যদিও ইংলিশদের ব্যাটিংয়ের শুরুটাও তেন ভাল ছিল না। ৩২ রান তুলতেই দল হারায় ৪ উইকেটে। তারপরই দলকে পথ দেখান জো রুট ও স্যাম বিলিংস। পঞ্চম উইকেটে যোগ করেন ৬৩ বলে ৮২ রান।

রুটের ব্যাটে ৪০ বলে ৫৫। বিলিংস খেলেন ১০ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৮৭ রানের ঝড়ো এক ইনিংস।

জবাব দিতে নেমে কিছুই করা হয়নি ক্যারিবীয় ব্যাটসম্যানদের। দুই ওপেনার শেই হোপ ও ক্রিস গেইলকে শুরুতেই ফেরান ডেভিড উইলি। তারপর ক্রিস জর্ডানের বোলিংয়ে কুপোকাত স্বাগতিকরা। ২ ওভারে ৬ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১৮২/৬ (হেলস ৮, বেয়ারস্টো ১২, রুট ৫৫, মর্গ্যান ১, ডেনলি ২, বিলিংস ৮৭, উইলি ১৩*; কটরেল ১/২৮, হোল্ডার ০/২৯, অ্যালেন ২/২৯, ব্র্যাথওয়েট ১/৩৩, ম্যাককয় ১/৪৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ১১.৫ ওভারে ৪৫ (গেইল ৫, হোপ ৭, হেটমায়ার ১০, ব্রাভো ০, হোল্ডার ০, পুরান ১, অ্যালেন ১, ব্র্যাথওয়েট ১০, বিশু ৮, কটরেল ২, ম্যাককয় ১*; উইলি ২/১৮, জর্ডান ৪/৬, রশিদ ২/১২, প্লাঙ্কেট ২/৮)
ফল: ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: স্যাম বিলিংস

এ সম্পর্কিত আরও খবর