ফিরেই ওয়ার্নারের ব্যাটে ১১০

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 06:29:01

ইনজুরি নিয়েই বাংলাদেশ থেকে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। বিপিএল খেলার সময় কনুইয়ে চোট পান ডেভিড ওয়ার্নার। দেশে ফিরে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। এরপর বেশ কিছুদিন থাকতে হয় মাঠের বাইরে। এই ধাক্কা সামলে উঠে খেলতে নেমেই শতরান অস্ট্রেলিয়ান এই তারকার ব্যাটে।

কনুইয়ের চোট থেকে ফিরে শনিবার সেই পুরনো দাপট দেখা গেল তার ব্যাটে। সিডনির ক্লাব র‍্যান্ডউইক পিটারসহ্যামের হয়ে পেনরিথের বিপক্ষে মাত্র ৭৭ বলে খেলেন ১১০ রানের ঝড়ো ইনিংস। সাত ছক্কা ও চারটি চারের ইনিংসে বুঝিয়ে দিলেন অজি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে তিনি প্রস্তুত।

যদিও নির্বাচকরা আপাতত তার দিকে চোখ রাখছেন না। মার্চের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দলে নেই ওয়ার্নার।

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ ২২ মার্চ, শারজায়। সিরিজের শেষ দুটি ওয়ানডে ২৯ ও ৩১ মার্চ। 

বিতর্কিত কাণ্ডে গতবছরই অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতি করে ১ বছর নিষিদ্ধ ছিলেন। তার সঙ্গে স্টিভেন স্মিথকেও করা হয় একবছরের জন্য নিষিদ্ধ। চলতি মার্চের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হবে তাদের।

এ সম্পর্কিত আরও খবর