বেনজেমার দাপটে রিয়ালের গোল উৎসব

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:58:29

প্রতিপক্ষের মাঠে তাদের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। মনে হচ্ছিল পঁচা শামুকে বুঝি পা কাটতে যাচ্ছে। কিন্তু ম্যাচের বয়স বাড়তেই চেনা ছন্দে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত লা লিগার নিচের সারির দল রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে অনায়াসেই জিতেছে ফেভারিটরা।

রোববার রাতে ৪-১ গোলে জয় তুলে নেয় রিয়াল। তিন হারের পর ফের ম্যাচ জিতল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। অন্য দুই গোলদাতা রাফায়েল ভারানে ও লুকা মডরিচ।

দুঃসময়ের মধ্য দিয়েই যাচ্ছে রিয়াল। এই মৌসুমে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ দুটো থেকেই ছিটকে গেছে। এমন কী লা লিগার ট্রফি ধরে রাখার সম্ভাবনাও নেই বললেই চলে। এমন বাজে সময়ে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যেতে পারতো ভাইয়াদলিদ। কিন্তু পেনাল্টি শট থেকেও গোল করতে পারেন নি দলের মিডফিল্ডার রুবেন আলকারাস। তবে ২৯তম মিনিটে ঠিকই এগিয়ে যায় আন্ডারডগরা। গোলদাতা মোহামেদ তুহামি।

তবে ৩৪তম মিনিটেই সমতায় ফেরায় রিয়াল। গোলদাতা রাফায়েল ভারান। এরপর ৫১তম মিনিটে করিম বেনজেমার পেনাল্টি গোলে এগিয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৯তম মিনিটে টনি ক্রুসের ভাসানো কর্নারে দুর্দান্ত এক হেডে পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। এনিয়ে এবারের লা লিগায় ১৩ নম্বর গোলটি পেলেন বেনজেমা।

৮১ মিনিটে ১০ জনের দল হয়ে যায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। যদিও এই সুযোগটা নিতে পারেনি প্রতিপক্ষ। বরং ৮৫তম মিনিটে মডরিচের গোলে দল আরো এগিয়ে যায়।  

এই জয়ে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই থাকলো রিয়াল। বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। এরপরই আছে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর