৪৫ রানের পর এবার উইন্ডিজ ৭১

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:27:10

কে বলবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি খেলছে নিজেদের মাঠে? স্বাগতিক দলের এমন ছন্নছাড়া চেহারার দেখা মেলে কমই। আরো এক টি-টুয়েন্টি ম্যাচে ক্যারিবীয় দলটাকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠল ইংল্যান্ড। এবার উইন্ডিজকে তারা অলআউট করল মাত্র ৭১ রানে। এই সিরিজেই ৪৫ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল স্বাগতিকরা!

রোববার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ড তুলে নেয় ৮ উইকেটের অনায়াস জয়। এই সাফল্যে টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।

সেন্ট কিটসের এই মাঠেই আগের ম্যাচে মাত্র ৪৫ রানে অলআউটের পর এবারো প্রতিরোধ গড়া হলো না। প্রথমে ব্যাট করতে নেমে শেষ মাত্র ৭১ রানে। জবাবে নেমে হেসে-খেলেই জয়ের বন্দরে নোঙর করে ইংলিশরা। ৮ উইকেট ৫৭ বল হাতে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে সফরকারী দল।

বলের হিসাবে এটি ইংল্যান্ডের রেকর্ড ব্যবধানের জয়। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বল হাতে রেখেই জিতেছিল দলটি।

উইন্ডিজ ব্যাটসম্যানদের উইকেট পতনের মিছিল শুরু হয় প্রথম বলেই। অবশ্য টস জিতে ব্যাটিংয়ে নামাটাই যেন ভুল ছিল। ওপেনার শেই হোপকে দিয়ে শুরু। এরপরই শিমরন হেটমায়ার অনুসরণ করেন তাকে। জন ক্যাম্পবেল ও ড্যারেন ব্রাভো চটজলদি ফিরলে পুরনো শঙ্কা জাগে। এবার কি ৪৫ রান টপকাতে পারবে উইন্ডিজ? সেই রান অবশ্য পেরিয়ে যেতে পেরেছে স্বাগতিকরা। ৭১ রানে থামে দল।



জবাবে সেই সংগ্রহটা ইংল্যান্ড টপকে যায় অনায়াসে। অ্যালেক্স হেলস ১৩ বলে ২০ রান করেন। জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৭। ৩ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নেন ডেভিড উইলি। সমান ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন মার্ক উড।

সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১৩ ওভারে ৭১/১০ (হোপ ০, ক্যাম্পবেল ১১, হেটমায়ার ৮, ব্রাভো ৪, হোল্ডার ১১, পুরান ১১, অ্যালেন ৭, ব্র্যাথওয়েট ০, বিশু ৩*, কটরেল ৪, ম্যাককয় ১০; উইলি ৪/৭, কারান ০/৮, জর্ডান ০/১৪, ডেনলি ১/১৪, উড ৩/৯, রশিদ ২/১৮)
ইংল্যান্ড: ১০.৩ ওভারে ৭২/২ (হেলস ২০, বেয়ারস্টো ৩৭, রুট ৪*, মর্গ্যান ১০*; কটরেল ০/১৬, অ্যালেন ০/২৫, হোল্ডার ১/১৯, বিশু ১/১১)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ৩-০ তে জয়ী ইংল্যান্ড
ম্যাচসেরা: ডেভিড উইলি
সিরিজসেরা: ক্রিস জর্ডান

এ সম্পর্কিত আরও খবর