জিতলেই সেমিতে মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:17:51

বয়স ভিত্তিক ফুটবলে দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার আরো একটি সাফল্যের হাতছানি মেয়েদের সামনে। নেপালের বিরাটনগরে ভুটানকে হারালেই সেমি-ফাইনালে উঠে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে লড়বে গতবারের রানার্সআপ বাংলাদেশ। তিন দলের গ্রুপে জয়ে শুরু করতে পারলেই দল পেয়ে যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারের টিকিট।

পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপের বল মাঠে গড়িয়েছে একদিন আগেই। তবে বাংলাদেশের মিশন শুরু বৃহস্পতিবার। আত্মবিশ্বাস নিয়েই নতুন এই মিশনে খেলতে গেছে মেয়েরা। কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, এবার তার শিষ্যদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। বলেন, ‘দেখুন, আমাদের প্রথম লক্ষ্য ভালোভাবে গ্রুপ পর্ব পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা। আমরা গতবারের রানার্সআপ, তারপরও সেমির পর ফাইনাল নিয়ে ভাবব।’

ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের মেয়েরা গত দুদিন ধরে স্থানীয় জুট মিলস মাঠে আর বুধবার সকালে মূল ভেন্যুতে অনুশীলন করেছে।

এবারের সাফের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হার দিয়ে শুরু করেছে ভুটান। সেই দলটির সঙ্গে লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন জানালেন, ‘নেপালের আবহাওয়া ও খাবারের সঙ্গে এরইমধ্যে আমরা মানিয়ে নিয়েছি। এখন আমাদের মনোযোগ প্রথম ম্যাচকে ঘিরে। আশা করি দলের সবার মনোবল ও আত্মবিশ্বাস চাঙ্গা। এই আসরে ভাল ফল করতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।’

এবারের সাফে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। মেয়েদের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। গত চার আসরের চ্যাম্পিয়ন ভারত ‘বি’ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ দল-

মাহমুদা আক্তার, রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার, মাসুরা পারভীন, আঁখি খাতুন, নার্গিস খাতুন, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার (সিনিয়র), শিউলি আজিম, মিশরাত জাহান মৌসুমী, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ইশরাত জাহান রত্না, সানজিদা আক্তার, মার্জিয়া, সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন ও তহুরা খাতুন

এ সম্পর্কিত আরও খবর