শোক-নিন্দার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 15:43:10

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নির্মম সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ খবর নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৯ জনে ছুঁয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো কমপক্ষে ২০ জন। মসজিদে জুমার নামাজের সেই হামলার দুঃসহ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলেরও। ভাগ্য সুপ্রসন্ন একটুর জন্য সেই অস্ত্রধারী সন্ত্রাসীর মুখোমুখি হতে হয়নি।

শুক্রবারের এই ভয়াবহ হামলার পর স্তব্ধ গোটা বিশ্বের শান্তিগামী মানুষ। অন্তর্জালের নানা সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। ক্রীড়াঙ্গনের মানুষরাও শোকাহত। অনেকেই মাহমুদউল্লাহ রিয়াদদের পাশে দাঁড়ালেন।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এই জগন্য ঘটনার নিন্দা জানালেন। টুইটারে কোহলি লিখেছেন, ‘হতবাক হয়ে যাওয়ার মতো শোকাবহ ঘটনা। ক্রাইস্টচার্চে এমন কাপুরুষোচিত হামলায় হতাহত মানুষদের জন্য আমার অনেক ভালোবাসা। একইসঙ্গে বাংলাদেশ দলের জন্য শুভকামনা, নিরাপদে থাকুন।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও আছেন টাইগার ক্রিকেটারদের পাশে। তিনি টুইটারে লিখলেন, ‘নিউজিল্যান্ডের মতো দেশে যখন সরাসরি গুলি থেকে আপনাকে বাঁচতে হয়, তখন বুঝতে হবে পৃথিবীটা মোটেও আর ভালো জায়গা নেই। বাংলাদেশ দল নিরাপদ আছে জেনে স্বস্তি পাচ্ছি।’

কোহলির সতীর্থ সুরেশ রায়নাও মসজিদে এমন হামলায় শোকাহত। তিনি টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ভীষণ চিন্তিত আমি।’  ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার এস লক্ষ্মণও এমন ঘটনায় বিমর্ষ। তিনি টুইটারে লিখলেন, ‘ক্রাইস্টচার্চের ঘটনা শুনে স্তব্ধ হয়ে বসে আছি।’

এদিকে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও পুরো ঘটনায় উদ্বিগ্ন। ঘটনার পরই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন তিনি। যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার সিরিজের তৃতীয় টেস্ট বাতিল হওয়ায় নিজের সমর্থনের কথা শোনালেন। বলেন, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বস্তির খবর-দুই দল, স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আইসিসির।’

এ সম্পর্কিত আরও খবর