সতীর্থদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মাশরাফি

ক্রিকেট, খেলা

নড়াইল প্রতিনিধি | 2023-08-27 17:36:26

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজ এ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দু'জন বাংলাদেশীসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহ'র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন।’

মাশরাফি আরো লিখেছেন, ‘আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবে।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নির্মম সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ৪৯ জনে ছুঁয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো কমপক্ষে ২০ জন।

এ সম্পর্কিত আরও খবর