টেস্ট জিতলো আফগানিস্তান

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:04:04

টেস্ট জয়ের জন্য বেশি অপেক্ষায় থাকতে হলো না আফগানিস্তানকে। নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টেস্টেই আফগানিস্তান ভাসলো জয়ের আনন্দে। দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ আফগানিস্তান জিতেছে সাত উইকেটে।

এই টেস্টে যে আফগানিস্তানই জিতছে সেটা মূলত পরিষ্কার হয়ে যায় ম্যাচের তৃতীয় দিনেই। আয়ারল্যান্ড শেষ ইনিংসে ম্যাচ জেতার জন্য আফগানিস্তানকে বড় কোনো টার্গেট দিতে পারেনি। ম্যাচ জেতার জন্য চতুর্থ ইনিংসে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪৭ রান।

তৃতীয় দিন বিকালে এক উইকেট হারিয়ে ২৯ রান তুলে নিয়ে সেই জয়ের পথেই ছিলো আফগানিস্তান। চতুর্থ দিন ম্যাচের প্রথম সেশনেই জয়ের আনন্দে ভাসে আফগানিস্তান।

ব্যাট হাতে এই ম্যাচে আফগানিস্তানের নায়ক রহমত শাহ। উভয় ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন তিনি। প্রথম ইনিংসে করেন ৯৮ রান। সোমবার সকালে তার দল যখন জয় থেকে মাত্র তিন রান দূরে তখনই একটু তড়িঘড়ি করতে গিয়ে স্ট্যাম্প আউট হন। পরের বলেই রান আউট হন মোহাম্মদ নবী।

তবে আনন্দে ভাসতে বেশি সময় লাগেনি আফগানিস্তানের। ক্যামেরন-ডাও এর পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে আফগানিস্তানের উইনিং রানের মর্যাদা নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমত উল্লাহ শাহিদী।

বল সীমানা দড়ি স্পর্শ করতেই শাহিদী বাতাসে ঘুঁসি মারার বুনো উল্লাসে মেতে উঠেন। অপর প্রান্তে অপরাজিত ৬৫ রান করা ইনশানউল্লাহকে জড়িয়ে ধরে লাফাতে শুরু করেন।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ মার্চ এই টেস্টে টসে জিতে আয়ারল্যান্ড ব্যাটিং বেছে নেয়। প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় তারা। দলের ১১ নম্বর ব্যাটসম্যান টি জে মুরতাগ ৭২ বলে ৫৪ রান করেন বলেই দলের স্কোর এত দূর যায়।

আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান করে। ওয়ান ডাউন ব্যাটসম্যান রহমত শাহ আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব হারান মাত্র দুই রানের জন্য। ২১৪ বলে ৯৮ রান করে মুরতাগের বলে বোল্ড হন তিনি। মিডলঅর্ডারে অধিনায়ক আসগর আফগান ও হাসমতউল্লাহ শাহিদীর হাফ সেঞ্চুরিতে আফগানিস্তান প্রথম ইনিংসে বড় রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু লেগ স্পিনার রশিদ খান এবার বল হাতে জাদু দেখান। টেস্টে আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন তিনি। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস থেমে যায় ২৮৮ রানে।

ম্যাচ জিততে আফগানিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ১১৮ রান। সহজ সেই লক্ষ্য ম্যাচের চতুর্থ দিন সকালেই টপকে গিয়ে আনন্দে ভাসলো আফগানিস্তান। নিজেদের মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচেই জয়ের আনন্দ।

আফগানিস্তানের টেস্ট অভিষেক হয়েছিল গত বছর ভারতের বিপক্ষে। হায়দরাবাদে সেই টেস্টে আফগানিস্তান দাঁড়াতেই পারেনি। অন্যদিকে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে গেল বছরের মে মাসে। মালাহাইডে সেই টেস্ট ম্যাচে আয়ারল্যান্ড হেরেছিলো পাঁচ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড প্রথম ইনিং: ১৭২/১০ (মুরতাগ ৫৪*, রশিদ খান ২/২০, নবী ৩/৩৬)। আয়ারল্যান্ড দ্বিতীয় ইনি: ২৮৮/১০ (বালবিরনি ৮২, কেভিন ও’ব্রায়ান ৫৬, রশিদ খান ৫/৮২)।

আফগানিস্তান ১ম ইনি: ৩১৪/১০ (রহমত শাহ ৯৮, হাসমতউল্লাহ শাহিদী ৬১, আসগর ৬৭, থম্পসন ৩/২৮)। আফগানিস্তান দ্বিতীয় ইনিং: ১৪৯/৩ (ইনশানউল্লাহ ৬৫*, রহমত শাহ ৭৬)। ফল: আফগানিস্তান সাত উইকেটে জয়ী। ম্যাচ সেরা: রহমত শাহ।

এ সম্পর্কিত আরও খবর