আইপিএল দিয়েই মাঠে ফিরছেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:59:35

বেশ লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি সাকিব আল হাসান। সময়ের হিসেবে একমাসেরও বেশি। চলতি বছর ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পর আর ক্রিকেট মাঠে নামা হয়নি তার। আঙ্গুলের ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরের পুরোটাই মিস করেন তিনি। তবে ইনজুরি সমস্যা কাটিয়ে উঠেছেন সাকিব। ক্রিকেট মাঠে নামার মতো ফিটনেস ফিরে পেয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই মাঠে ফেরা হচ্ছে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টিম অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান এই তথ্য নিশ্চিত করেন। বুধবার (২০ মার্চ) আকরাম বলেন ‘আমি যতদূর জানি আইপিএল শুরুর আগে সাকিব ভারতে যাবে। চিকিৎসকের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত মাঠের ক্রিকেট থেকে তাকে বিশ্রামে থাকার। তবে দেখেছি ইদানীং সে অনুশীলন করছে। পেছনের এক সপ্তাহ যেভাবে নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেছে তাতে আমি নিশ্চিত সে ফিটনেস ফিরে পেয়েছে।'

আগামী ২৩ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। সাকিব এই মৌসুমেও সানরাইজার্স হায়দরাবাদের হয়েই খেলছেন। টুর্নামেন্টে সানরাইজার্সের প্রথম ম্যাচ ২৪ মার্চ। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি হবে কলকাতায়। সানরাইজার্স হায়দরাবাদ এই ম্যাচের একাদশে সাকিবকে পরিকল্পনায় রেখেই দল সাজাচ্ছে। স্পিন অলরাউন্ডার কোটায় একাদশে সাকিবের বিকল্প হিসেবে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ইনজুরি কাটিয়ে ওঠার পর ফিটনেস ফিরে পাওয়ার জন্য সাকিব চলতি মাসের শুরু থেকেই মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কয়েকটি ম্যাচ খেলার জন্যও সাকিব আগ্রহ দেখান। কিন্তু যেহেতু এবারের লিগের প্লেয়ারস বাই চয়েজে তার নাম ছিল না। তাই কোন দল তাকে নিতে পারেনি।

আর নিয়ম বহির্ভূতভাবে লিগ শুরুর পর ঢাকা লিগে কোন দলের হয়ে মাঠে নামার সাকিবের আগ্রহকে অনুমতি দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সাকিব আইপিএলে খেলতে ভারত যাবেন। এই লিগে খেলার ব্যাপারে বিসিবি তাকে আগে থেকেই ছাড়পত্র দিয়ে রেখেছে। এই প্রসঙ্গে আকরাম খান বুধবার সাংবাদিকদের বলেন 'ওর এনওসি (নো অবজেকশান সার্টিফিকেট) অলরেডি দেয়াই আছে। বিসিবিও আগে থেকেই জানে ও আইপিএলে খেলবে।'

আইপিএলের সূচি বেশ লম্বা। মাস খানেক চলে এই টুর্নামেন্ট। ব্যস্ত সূচির এই টুর্নামেন্টে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঝুঁকিও কম নয়। সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা সাকিবকে নিয়ে সেই দুশ্চিন্তাও আছে বিসিবির। সামনেই বিশ্বকাপ। আর বিশ্বকাপ শুরুর আগে পুরো দলকে ফিট দেখতে চায় বিসিবি।

সেই প্রসঙ্গে আকরাম জানালেন 'সাকিব আইপিএলে খেলতে যাওয়ার আগে আমরা তার সঙ্গে আলাপ করব। ফিটনেস নিয়ে যাতে সে কোন ঝুঁকি না নেয় সেটা তাকে বলব। আমি নিশ্চিত সাকিব নিজেরটা নিজেই খুব ভাল বুঝবে।'

এ সম্পর্কিত আরও খবর