টপঅর্ডারের দাপটের ম্যাচে ব্রার্দাসের জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:35:43

এই ম্যাচকে কি বলা যায়?

উত্তর টপ অর্ডার ব্যাটসম্যানদের দাপট! শেষপর্যন্ত সেই দাপটে জিতল ব্রার্দাস ইউনিয়ন। উত্তরার ২৬৪ রান ব্রার্দাস টপকে গেলো মাত্র ২ উইকেট হারিয়ে। ম্যাচ জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে।

বিকেএসপিতে বুধবার (২০ মার্চ) ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের এই ম্যাচে উভয় দলের রান যা করার তার পুরোটাই করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। টসে জিতে উত্তরা ৮ উইকেটে ২৬৪ রান তুলে। ওপেনিং জুটিতে আসে ১০২ রান। ওপেনার তানজিদের ব্যাট হাসে ৯৫ বলে ৭৫ রানে। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন করেন ৭২ বলে ৫৮ রানের হাফ সেঞ্চুরি। চার নম্বরে ব্যাট করা অধিনায়ক মহিমেনুল খান খেলেন ৫১ বলে ৬৪ রানের কার্যকর ইনিংস।

জবাব দিতে নামা ব্রার্দাস ইউনিয়নও ব্যাটিংয়ে উত্তরা টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই যেন অনুসরণ করলো। দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর ওপেনিং জুটিতে যোগ হলো ১৬১ রান। ম্যাচের অর্ধেক তো ওখানেই জিতে নিলো ব্রার্দাস। মিজানুর রহমানের ব্যাট হাসল ১১৩ বলে ১০৮ রানের ঝলমলে সেঞ্চুরিতে। মিজানুর ১০ বাউন্ডারি ও ৫ ছক্কা হাঁকান।

জুনায়েদ সিদ্দিকী সেঞ্চুরির খুব কাছ থেকে ঘুরে এলেন। ১১২ বলে ৯২ রান করে আউট হন তিনি। ওয়ান ডাউনে নামা ফজলে মাহমুদ ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৫৫ বলে অপরাজিত ৫৭ রান তুলে দলের বড় জয় নিশ্চিত করেন।

চলতি লিগে উত্তরা চার ম্যাচে এখন পর্যন্ত জিতেছে একটি ম্যাচ। হেরেছে বাকি তিন ম্যাচে। ব্রার্দাসের জয়ের হিসেব নিকেষ সমান সমান। ৪ ম্যাচের দুটিতে জয়। দুটিতে হার।

সংক্ষিপ্ত স্কোর: উত্তরা স্পোর্টিং ক্লাব: ২৬৪/৮ (৫০ ওভারে, তানজিদ ৭৫, আনিসুল ৫৮, মহিমেনুল ৬৪, শরীফুল্লাহ ২/৪৪)। ব্রার্দাস ইউনিয়ন: ২৬৭/২ (৪৮.২ ওভারে, মিজানুর ১০৮, জুনায়েদ ৯২, ফজলে মাহমুদ ৫৭*)। ফল: ব্রার্দাস ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মিজানুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর