আইপিএল ২০১৮'র ক্রিকেটাররা

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 00:23:14

ইন্ডিয়ান প্রমিয়ার লীগ (আইপিএল) –২০১৮তে কোন দলে কোন ক্রিকেটার  খেলবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। আর সে ধারাবাহিকতায় আজ নির্দিষ্টও হয়ে গেল কিছু খেলোয়াড়ের নাম। প্রত্যাশা মতই থেকে গেলেন কেউ কেউ। কারও নাম এল অপ্রত্যাশিত ভাবেই। ফ্র্যাঞ্চাইজিরাও বুঝিয়ে দিলেন তাদের ভরসার কেন্দ্রে রয়েছেন কোন ক্রিকেটাররা। প্রথমে তিন জন করে ক্রিকেটার দলে থাকার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিদের দাবিতে তা বাড়িয়ে করা হয় পাঁচ। যদিও কেউই পাঁচজন প্লেয়ারকে ধরে রাখেনি। সর্বোচ্চ দলে  চারজন। অশ্বিন ও জাদেজার মধ্যে চেন্নাই সুপার কিংস বেছে নিল জাদেজাকেই। আর দিল্লি ডেয়ার ডেভিলসের হেড কোচ হিসেবে বেছে নেওয়া হল রিকি পন্টিংকে। দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখলেন... মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডে, জাসপ্রিত বুমরাহ। দিল্লি ডেয়ার ডেভিলস: ঋশভ পান্থ, শ্রেয়াস আইয়ার, ক্রিস মোরিস, রিকি পন্টিং (হেড কোচ)। সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার। রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ। কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল। কিংস একাদশ পাঞ্জাব: অক্ষর পাটেল। চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা। প্রসঙ্গত আগামী ২৪-২৫ জানুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। এবারের আসরে বাংলাদেশ থেকে নিলামে উঠছেন ৮ ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও খবর