রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ডাচদের হারাল জার্মানি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-22 11:16:32

সহজ ম্যাচটা কঠিন করে জিতলো জার্মানি-শিরোনামটা এভাবেও বলা যেতে পারতো। কারণ ম্যাচের প্রথমার্ধেই দল এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। কিন্তু এরপর নেদারল্যান্ডস এভাবে ফিরে আসবে কে জানতো? ড্র হতে যাওয়া ম্যাচটাতে শেষ অব্দি জিতেই মাঠ ছাড়ল জার্মানি। শেষ মুহূর্তের গোলে হাসিমুখ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

রোববার রাতে আমস্টারডামে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ইউরো-২০২০ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ৩-২ গোলে জিতেছে জার্মানি। এর আগে গত অক্টোবরে তাদের কাছেই ০-৩ গোলে হাের মধুর প্রতিশোধ নিয়েছে দলটি।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে জার্মানি।

ম্যাচে জার্মানির হয়ে গোল তিনটি করেন লেরয় সানে, সের্গে জিনাব্রি ও নিকো শুলজ। ডাচদের হয়ে গোল দুটি মাটাইস ডি লিখট ও মেমফিস ডিপাইয়ের।

খেলার শুরু থেকেই দারুণ দাপট ছিল জার্মানির। ১৫তম মিনিটে টনি ক্রুসের পাসে বল পেয়ে ব্যবধান গড়ে দেন লেরয় সানে। যদিও এরপরই সমতা ফেরাতে যাচ্ছিলেন রায়ান বাবেল। কিন্তু তাকে সফল হতে দেননি গোলকিপার মানুয়েল নয়ার।

এরইমধ্যে ৩৪তম মিনিটে জার্মানিকে আরো এগিয়ে দেন জিনাব্রি। তবে এরপরই ঘুম ভাঙে নেদারল্যান্ডসের। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেমফিস ডিপাইয়ের ভাসানো ক্রসে দুর্দান্ত হেড ১৯ বছর বয়সী ডি লিখটের।

এরপর ৬৩তম মিনিটে সমতা ফেরান ডিপাই। সেই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়তে যাচ্ছিল দুই দল। কিন্তু ৮৯তম মিনিটে এসে সর্বনাশ ডাচদের। শুলজের গোলে হাসিমুখে মাঠ ছাড়ে জার্মানি।

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। নেদারল্যান্ডস ও জার্মানির অর্জন ৩ পয়েন্ট।

অন্যদিকে ‘আই’ গ্রুপে ইডেন হ্যাজার্ড ও মিচি বাতসুয়াইয়ের গোলে সাইপ্রাসকে (২-০) হারিয়েছে বেলজিয়াম। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফেভারিট দলটি। গ্রুপের আরেক ম্যাচে কাজাখস্থানকে ৪-০ গোলে হারিয়েছে রাশিয়া।

এ সম্পর্কিত আরও খবর