গুনারত্নের ‘গুনে’ শেখ জামালের জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 14:54:58

৪৩ রানে হারা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা খোঁজার কোন মানে হয় না!

ফুতল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে লড়াই তো দুরের কথা ম্যাচে দাড়াতেই পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেখ জামালের ২৭৭ রানের জবাবে গাজী গ্রুপ থেমে যায় ২৩৪ রানে। ব্যাটে-বলে ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স দেখান শেখ জামালের শ্রীলঙ্কান রিক্রুট অ্যাসলে গুনারতেœ। সত্যিকার অর্থেই ম্যাচে ‘গুন’ দেখান গুনারত্নে!

ব্যাটিংয়ে ৬৫ বলে ৭৯ রান তোলার পর বল হাতেও ১০ ওভারে ৫১ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা পারফর্মার এই শ্রীলঙ্কান।

ফতুল্লা টসে হেরে ব্যাটিং করতে নামা শেখ জামাল শুরুতেই আগের ম্যাচের সেরা খেলোয়াড় ওপেনার ইমতিয়াজ হোসেন পান্নাকে হারায়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠে তারা। মিডলঅর্ডারে অধিনায়ক নুরুল হাসান সোহান ও অ্যাসলে গুনারত্নের ব্যাটিং শেখ জামালকে বড় সঞ্চয় এনে দেয়। সোহান ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৫ বলে গুনারতেœর ব্যাট হাসে ৭৯ রানে।

জবাবি ব্যাটিংয়ের শুরুতেই মুখ থুবড়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ধারাবাহিক ব্যর্থতার নজির গড়ে ইমরুল কায়েস ফিরলেন মাত্র ১৫ রান করে। আরেক ওপেনার রনি তালুকদার সিঙ্গেল ডিজিটে আউট। ওয়ানডাউনে তাসামুল হক রুবেলও এই ম্যাচে ব্যর্থ। ব্যাট হাতে আগের ম্যাচে গাজী গ্রুপের সর্বোচ্চ স্কোরার পারভেজ রসুল ৩ রানে আউট হলে গাজী গ্রুপ ম্যাচ থেকে ছিটকে পড়ে। মাত্র ১৩.১ ওভারে ৪৭ রানে নেই ৫ উইকেট।

ম্যাচে তখন কোন দল জিততে তা নিয়ে কোন সন্দেহ নেই। অপেক্ষা শুধু একটাই শেখ জামালের সেই জয় কত বড় ব্যবধানের হচ্ছে! হারের সেই ব্যবধান কমিয়ে আনে শামসুর রহমান শুভ ও শেষের দিকে আট নম্বরে মেহেদি হাসানের হাফসেঞ্চুরির ইনিংস।

লিগে এটি গাজী গ্রুপ ক্রিকেটার্সের ৬ ম্যাচে চতুর্থ হার। সমান সংখ্যক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনটি ম্যাচ জিতেছে। বাকি তিনটিতে হেরেছে।

সংক্ষিপ্ত স্কোর: শেখ জামাল ধানমন্ডি: ২৭৭/৬ (৫০ ওভারে, ফারদিন হাসান ৪৬, সোহান ৮১*, গুনারত্নে ৭৯, পারভেজ রসুল ৩/৩৭)। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২৩৪/১০ (৪৭ ওভারে, শামসুর রহমান ৮১, মেহেদি হাসান ৬০, গুনারত্নে ২/৫০, সালাউদ্দিন ৩/৪৭, খালেদ ৩/৩১)। ফল: শেখ জামাল ৪৩ রানে জয়ী। ম্যাচ সেরা: অ্যাসলে গুনারত্নে।

এ সম্পর্কিত আরও খবর