রোনালদোর এ কেমন প্রত্যাবর্তন!

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 00:45:11

কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না পর্তুগাল। শুক্রবার ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ফের পয়েন্ট হারিয়েছে ফেভারিটরা। ইউরো ২০২০ বাছাই পর্বে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগিজরা। সবচেয়ে হতাশ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তরা। লিসবনে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি দিয়েই বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন এই মহাতারকা। ৮ মাস পর জাতীয় দলে ফেরাটা মনে রাখার মতো হলো না!

অবশ্য সব ঠিক থাকলে শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন নি রিকার্দো কারবাইয়ো। স্রোতের বিপরীতে ৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে পর্তুগিজ দল। মিডফিল্ডার মিয়াত গাচিনোভিচকে ফাউল করেন গোলরক্ষক রুই পাত্রিসিও। পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেন নি রেফারি। এরপর স্পট কিকে ব্যবধান গড়ে দেন দুসান তাদিচ।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের পর থেকেই ছিলেন জাতীয় দলের বাইরে। মাঝে রিয়াল মাদ্রিদ চেয়ে নাম লিখিয়েছেন জুভেন্টাসে। নতুন ক্লাবটিতেও মানিয়ে নিয়েছেন তিনি। কিন্তু গুঞ্জন ছিল জাতীয় দলে ফিরবেন না রোনালদো। সেই শঙ্কা উড়িয়ে মাঠে দেখা গেলেও ফিফার সাবেক বর্ষসেরাকে খুঁজে পাওয়া গেল না।

খেলার শুরুর দিকেই গোল মিসের মহড়া দিতে শুরু করেন পর্তুগাল অধিনায়ক। এমন কী এক পর্যায়ে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো।

এরমধ্যে ৪২তম মিনিটে পর্তুগালকে খেলায় ফেরান দানিলো পেরেইরা। তারপর এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেলেও গোল মিস করেই গেছে স্বাগতিকরা।

ইউরো বাছাইয়ে ২ ম্যাচ ম্যাচ খেলে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে পর্তুগাল। লাক্সেমবার্গকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেন রয়েছে গ্রুপের শীর্ষে (৪ পয়েন্ট)।

অন্যদিকে ইউরো বাছাই পর্বে ‘এ’ গ্রুপে আরেকটি জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। মন্টেনেগ্রোকে ৫-১ গোলে হারিয়েছে ফেভারিটরা। রস বার্কলি করেন জোড়া গোল। বাকী তিনটি গোল মাইকেল কিন, হ্যারি কেইন ও রাহিম স্টার্লিংয়ের। বাছাইয়ের আরেক ম্যাচে আইসল্যান্ডকে সোমবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

এ সম্পর্কিত আরও খবর