স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ক্রিকেট উৎসব

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 08:57:24

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার এই হাফ সেঞ্চুরির মাইলফলককে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মহা পরিকল্পনা নিয়েছে। মাঠের ক্রিকেট উৎসবেই সেই উপলক্ষকে বরণ করে নিতে চায় বিসিবি। সেই পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা বিসিবি এখনো প্রকাশ করেনি। তবে যতটুকু জানা গেছে তাতে বোঝা যাচ্ছে, বড় কোন আয়োজনের ক্রিকেট ম্যাচ দিয়েই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ-উৎসবে মেতে উঠতে চায় বিসিবি।

মঙ্গলবার (২৬ মার্চ) দেশের ৪৮তম স্বাধীনতা দিবসের প্রীতি ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই ইচ্ছের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, 'সামনের বছর বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই একটা পরিকল্পনা করছি। আমরা এই নিয়ে আলাপ-আলোচনা করছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলেছি। সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে তারা যেন এক সঙ্গে বসে দেখতে পারে, এমন কোন কিছু করার চিন্তা করছি আমরা। তবে পুরো পরিকল্পনা এখনো খুবই প্রিলিমিনারি পর্যায়ে আছে। এখনো তেমন কারো সঙ্গে আলাপ হয়নি।'

বিসিবি মূলত বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজনের চিন্তা ভাবনাই করছে। তবে বিশ্বের এত ক্রিকেটারকে একসঙ্গে এক ম্যাচে নিয়ে আসতে হলে অনেক সুচারু পরিকল্পনার প্রয়োজন। ব্যস্ত ক্রিকেট দুনিয়ায় তারকা ক্রিকেটারদের সবাইকে একটা নির্দিষ্ট সময় এক সঙ্গে পাওয়া বেশ কঠিন কাজ।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলছিলেন, 'আসলে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট সূচির ওপর। সবগুলো দেশকে পাওয়া খুব কঠিন। খেলা নেই, এমন সময়ের সিডিউল বের করা সহজ কাজ নয়। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আইসিসির সঙ্গে আলাপ করছি। এমন ম্যাচের স্বীকৃতি পাওয়ার জন্য আইসিসির কাছে আমরা চিঠি লিখেছি।'

বাংলাদেশ একাদশ বনাম বিশ্ব একাদশ, মূলত এমন আদলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এই ম্যাচে বিসিবির ইচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররা যেন অবশ্যই অংশ নেন।

নাজমুল জানালেন, 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের মাটিতে সবচেয়ে আকর্ষণীয় একটা খেলা আয়োজনের জন্য আমরা চেষ্টায় আছি।'

এ সম্পর্কিত আরও খবর