মিডিয়ায় কথা বলতে বিসিবির অনুমতি বাধ্যতামূলক

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-23 10:02:23

মিডিয়ার সাথে কথা বলার আগে সিইও, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও ম্যানেজারের অনুমতি নিতে বোর্ডের স্টাফ,জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেলের ওপর আদেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি। এই মর্মে সোমবার (১ জানুয়ারি) সংশ্লিষ্টদের বরাব একটি অফিস আদেশ পাঠিয়েছে বিসিবি। এই আদেশ অনুযায়ী, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মিডিয়া কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ম্যানেজারের অনুমতি ছাড়া কোন স্টাফ, জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার, ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির সদস্যরা রেডিও, টিভি, প্রিন্ট এবং ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এবং বার্তা সংস্থাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে পারবেন না। তাছাড়া ফেসবুক, টুইটার এবং ইউটিউবেও বিসিবি’র নীতি নির্ধারণে ব্যত্যয় ঘটে এমন কোন স্ট্যাটাস বা ,কমেন্টস পোস্ট করা থেকে বিরত থাকতেও সংশ্লিষ্টদের বলা হয়েছে। এই আদেশ অনুযায়ী বোর্ডের সদস্যরা দৈনিক পত্রিকা, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এবং বার্তা সংস্থায় এক্সক্লুসিভ কলাম লিখতে পারবেন না। এমনকি টিভি টক শো এবং ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এই আদেশ বাংলাদেশ ক্রিকেটের চুক্তির বাইরে থাকা প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের জন্যও প্রযোজ্য। যারা আদেশগুলো পালনে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবে শৃঙ্খলা কমিটি।

এ সম্পর্কিত আরও খবর