সাকিবকে বাইরে রেখেই একাদশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 16:21:02

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচটা মনে রাখার মতো ছিল না। আন্দ্রে রাসেলের তোপে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার দল হারে ৬ উইকেটে। ব্যাট করার সুযোগ অবশ্য পান নি। আর বল হাতে হতাশ করেন সাকিব আল হাসান। শেষ ওভারে ১৩ রান আটকাতে পারেন নি। শেষ অব্দি ৩.৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। বাংলাদেশের এই অলরাউন্ডারকে ছাড়াই এবার একাদশ গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান বাদ পড়েছেন একাদশ থেকে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ফিরলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে জায়গা করে দিতেই বাদ পড়তে হলো সাকিবকে। তবে দলে জায়গা ধরে রেখেছেন অন্য তিন বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো আর রশিদ খান।

যদিও ধারণা করা হচ্ছিল বেয়ারস্টোকে বিশ্রামে রাখতে পারে দল। কিন্তু তাকে নিয়েই মাঠে স্বাগতিকরা।

সবশেষ আইপিএলে অবশ্য একাদশ থেকে ছিটকে যাননি সাকিব। হায়দরাবাদের সব ম্যাচই খেলেন এই অলরাউন্ডার। কিন্তু এবার বাদ দ্বিতীয় ম্যাচেই। চোট কাটিয়ে মাঠে ফিরে নিয়মিত খেলা হলো না টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের।

এ সম্পর্কিত আরও খবর