আবাহনীর সঙ্গে শীর্ষে রূপগঞ্জ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 19:43:05

বড় আরেকটি বাধা পার করলো লিজেন্ডস অব রূপগঞ্জ। শক্তিশালী প্রাইম দোলেশ্বরকে ৭২ রানে হারিয়ে রূপগঞ্জ এখন লিগের পয়েন্ট টেবিলে আবাহনীর সঙ্গে শীর্ষস্থানে তারা। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট তাদের।

মিরপুরে সকালে টসে জিতে প্রাইম দোলেশ্বর ফিল্ডিং বেছে নেয়। দুই ওপেনারের ব্যর্থতার পর মিডলঅর্ডারে শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, আকবর-উর-রহমান ও অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটিং দৃঢ়তায় রূপগঞ্জ ২৬৫ রানের স্কোর গড়ে।

শাহরিয়ার নাফীস ১০৪ বলে বলে দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। আকবর-উর-রহমান করেন ৬৭ রান। নাঈম ইসলাম ৩১ বলে দ্রতগতি ৪৩ রান তুলে অপরাজিত থাকেন।

প্রাইম দোলেশ্বরের পেসার ফরহাদ রেজা এই ম্যাচেও বল হাতে তার দলের সেরা পারফর্মার। ৫২ রানে ৪ উইকেট পান ফরহাদ রেজা। ৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন এই ডানহাতি পেসারই।

রান তাড়ায় নামা প্রাইম দোলেশ্বর ৭০ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচ থেকে ক্রমশ ছিটকে যেতে থাকে। মিডলঅর্ডারে পাকিস্তানি রিক্রুট সাদ নাসিম ৬২ বলে ৬১ রান করলেও শেষের দিকে কারো সহায়তা পাননি তিনি। মোহাম্মদ শহীদ ও শুভাশীষ রায় প্রাইম দোলেশ্বরের ব্যাটিং লেজ গুটিয়ে দেন।

মোহাম্মদ শহীদ ৯ ওভারে ২ মেডেনসহ ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফর্মার।

এদিকে দিনের অন্য ম্যাচে ফতুল্লায় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাঘর কল্যান সমিতির ১৮৩ রানের মামুলি সঞ্চয়কে ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে টপকে যায় শেখ জামাল। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৯ রানে ৩ উইকেট নিয়ে এই ম্যাচের সেরা ক্রিকেটার স্পিনার তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর: রূপগঞ্জ ২৬৫/৯ (৫০ ওভারে, শাহরিয়ার নাফীস ৬৮, আকবর ৬৭, নাঈম ৪৩*, ফরহাদ রেজা ৪/৫২)। প্রাইম দোলেশ্বর: ১৯৩/১০ (৪৬ ওভারে, সাদ নাসিম ৬১, শহীদ ৪/২৩, শুভাশীষ ২/২৮)। ফল: রূপগঞ্জ ৭২ রানে জয়ী। ম্যাচ সেরা: মোহাম্মদ শহীদ।
খেলাঘর: ১৮৩/৯ (৫০ ওভারে, অমিত ৪০, মইনুল ৫৫, খালেদ ৩/৪৩, তাইজুল ৩/৩৯)। শেখ জামাল ধানমন্ডি: ১৮৫/৫ (৪২ ওভারে, ইমতিয়াজ ৪৭, তানভীর ২/৩১)। ফল: শেখ জামাল ধানমন্ডি ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: তাইজুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর