স্বস্তি নিয়ে ফিরছেন মোশাররফ রুবেল

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 20:59:05

ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বায়োপসি রিপোর্টেও মিলেছে সুখবর। মোশাররফ হোসেন রুবেলের রুবেলের মস্তিষ্কে কোনও ক্যানসারের কোষ নেই। অস্ত্রোপচারের পর ক্যানসারের জীবাণু আছে কীনা শঙ্কা থাকলেও সব দুশ্চিন্তা দূর হয়েছে বায়োপসি রিপোর্ট। সব মিলিয়ে স্বস্তি নিয়েই শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন এই ক্রিকেটার।

অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠতে হলে রুবেলকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দুটোরই সাহায্য নিতে হবে।

ব্রেইন টিউমারের আক্রান্ত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার গত ১৪ মার্চ সিঙ্গাপুর যান। এরপর ১৯ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার। এরইমধ্যে নিশ্চিত হয়েছে মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জীবানু পাওয়া যায়নি।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রুবেলের। সফল অস্ত্রোপচারের পর এখন বেশ সুস্থ রয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। শনিবার দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে তাকে।

এ অবস্থায় পুরোপুরি সেরে উঠতে প্রতি মাসেই নিয়ম করে দিতে হবে এই থেরাপি। আর চিকিৎসা পদ্ধতিটা বেশ ব্যয়বহুল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়াও অনেকেই দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই স্পিনারের পাশে।

 

এ সম্পর্কিত আরও খবর