জামিনে মুক্ত লঙ্কান টেস্ট অধিনায়ক

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 08:10:51

শৃংখলা ভেঙে ফের আলোচনায় আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার। এবার মদ খেয়ে মাতলামি করলেন দিমুথ করুণারত্নে। বিশ্বকাপ ক্রিকেটের আগে শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনা ঘটালেন। শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে রোববার ভোরে এমন কাণ্ড করেন করুণারত্নে।

মাতাল হয়ে ড্রাইভিং করতে গিয়ে ভুল করে বসেন লঙ্কান এই ক্রিকেটার। তার রেঞ্জ রোভার ধাক্কা দেয় তিন চাকার একটি গাড়িকে। ওই গাড়ির ড্রাইভার চোট পেয়ে এখন হাসপাতালে রয়েছেন। মোটর যানের আরোহীও আহত হন। এরপর করুণারত্নে পালাতে চেষ্টা করলেও রাজধানী কলম্বোর বরেলা অঞ্চল থেকে আটক করা হয় তাকে।

যদিও জেলে থাকতে হচ্ছে না করুনারত্নেকে। তার জামিন মঞ্জুর করেছে আদালত। অবশ্য সামনের সপ্তাহে আদালতে উপস্থিত হতে হবে তাকে।

জরিমানার মুখোমুখি হবেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৬০ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলা করুণারত্নে বিশ্বকাপে খেলার সুযোগটাও হারাতে পারেন। যদিও তার নেতৃত্বেই ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে খেলার কথা ছিল লঙ্কানদের। কিন্তু মাতালামিতে সর্বনাশই হতে যাচ্ছে তার।

এখন আদালতের রায়ের অপেক্ষায় থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারপরই করুণারত্নের ব্যাপারে সিদ্ধান্তে আসবে তারা। বলা হচ্ছে কয়েকটি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই ব্যাটসম্যান। আর সেটা হলে দলে থাকলেও নেতৃত্ব হয়তো পাবেন না তিনি!

শ্রীলঙ্কার হয়ে ৬০টি টেস্ট খেলে করুণারত্নে করেছেন ৪,০৭৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১৯৬। ১৭টি ওয়ানডেতে করেছেন ১৯০ রান।

এ সম্পর্কিত আরও খবর