ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পুনর্জন্ম!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 00:25:36

পথ হারনো পাকিস্তান সিরিজ হেরেছিল আগেই। রোববার রাতে তাদের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবালো অস্ট্রেলিয়া। একপেশে সিরিজে শেষ ম্যাচটাতেও দুর্দান্ত দাপট ধরে রাখলো সফরকারীরা। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০ রানে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। অজিদের ৩২৭ রান সামনে রেখে খেলতে নেমে কম যায়নি পাকিস্তানও। রান পাহাড়ের সামনে স্বাগতিকরা তুলে ৭ উইকেটে ৩০৭।

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ওয়ানডেতে যেন পুনর্জন্ম হলো। বিশ্বকাপের ঠিক আগে বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেলো নিজেদের। কিছুদিন আগেই ভারতকে ভারতেরই মাটিতে হারিয়েছে তারা। এবার পাকিস্তানকে তাদের হোম গ্রাউন্ড দুবাইয়ে উড়িয়ে দিলো।

পরিসংক্যান জানাচ্ছে ২০১৮ সালে ১৩টি ওয়ানডের খেলে মাত্র দুটিতে জিতেছিল যে দলটি এবার সেই অস্ট্রেলিয়া চমক দেখাচ্ছে। এশিয়ার মাঠে টানা ৮ ম্যাচ অপরাজিত। ইংল্যান্ড বিশ্বকাপের আগে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে ছাড়াই দল চেনা ছন্দে! যেন আবারো ফিরে আসবে সেই সুদিন!

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে দল তুলে নেয় আরেকটি অনায়াস জয়। উসমান খা ও অ্যারন ফিঞ্চ ওপেনিং জুটিতে তুলেন ১৩৪ রান। ৬৯ বলে ৫৩ রান করে ফিঞ্চ ধরেন সাজঘরের পথ। আর খাজা মাত্র দুই রানের আক্ষেপ নিয়ে ফেরেন সাজঘরে। ১১১ বলে নার্ভাস ৯৮ রানে ফেরেন এই ইনফর্ম ওপেনার।

তার আগে শন মার্শের সঙ্গে খাজা গড়েন ৮০ রানের জুটি। ম্যাক্সওয়েল বরাবরের মতোই ছিলেন ছন্দে। ২৬ বলে পেয়ে যান হাফসেঞ্চুরি। শেষ অব্দি ৩৩ বলে ১০ চার ও তিন ছক্কায় তুলেন ৭০ রান।

পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি ৪৯ রানে নেন ৪ উইকেট। জুনাইদ খানের শিকার ৩ উইকেট।

জবাবে নেমে এবার শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অবিদ আলি। প্রথম বলেই আউট। তবে শান মাসুদ ছিলেন ছন্দে। দ্বিতীয় উইকেটে রায়ান হারিসের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন তিনি। ফিফটি করে ফেরেন মাসুদ।

তারপর ম্যাচের উত্তেজনা বাঁচিয়ে রাখেন উমর আকমল ও হারিস। এরমধ্যে ১২৯ বলে ১৩০ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়ে যান হারিস। পথ হারায় পাকিস্তান। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমাদ ওয়াসিম ৩৪ বলে অপরাজিত ৫০ করলেও লাভ হয়নি। বিশ্বকাপের আগে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদই পেয়েছে পাকিস্তান।


সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২৭/৭ (খাওয়াজা ৯৮, ফিঞ্চ ৫৩, মার্শ ৬১, ম্যাক্সওয়েল ৭০, স্টয়নিস ৪, হ্যান্ডসকম ৮, কেয়ারি ০, বেহরেনডর্ফ ৬*, রিচার্ডসন ৫*; আব্বাস ০/৭১, জুনাইদ ৩/৭৩, শিনওয়ারি ৪/৪৯)
পাকিস্তান: ৫০ ওভারে ৩০৭/৭ (মাসুদ ৫০, আবিদ ০, হারিস ১৩০, রিজওয়ান ১২, আকমল ৪৩, সাদ ৪, ওয়াসিম ৫০, ইয়াসির ১১, শিনওয়ারি ০*; বেহরেনডর্ফ ৩/৬৩, রিচার্ডসন ১/৬১, লায়ন ১/৫০, ম্যাক্সওয়েল ১/৪৫, জ্যাম্পা ১/৬৮)
ফল: অস্ট্রেলিয়া ২০ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল
সিরিজসেরা: অ্যারন ফিঞ্চ

এ সম্পর্কিত আরও খবর