ফের পথ হারাল রিয়াল মাদ্রিদ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-19 19:15:28

আবারও সেই ব্যর্থতার বৃত্তে রিয়াল মাদ্রিদ। নতুন দফায় কোচ জিনেদিন জিদান নাম লিখিয়ে দলটাকে চাঙ্গা করলেও সাফল্য ধরে রাখা হলো না। এবার ভালেন্সিয়া চমকে দিয়েছে ফেভারিটদের। বুধবার রাতে লা লিগার ম্যাচে ১-২ গোলে হেরে গেছে রিয়াল।

প্রতিপক্ষের মাঠে এলোমেলো ফুটবল খেলার মাশুল দিয়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। এরমধ্যে ৩৫তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। রিয়াল গোলকিপার কেইলর নাভাস বল ঠিকঠাক মতো ক্লিয়ার করতে না পারায় সুযোগটা কাজে লাগান গনসালো গেদিস। বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

পিছিয়ে পড়ে আরো এলো আরো এলোমেলো ফুটবল খেলতে থাকে জিদানের দল। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলে কী হবে নিশানা খুঁজে নিতে পারেনি তারা। এরমধ্যে ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভালেন্সিয়া। ডিফেন্ডার এসকুয়েল গারাইয়ের ভাসানো কর্নারে হেড দানিয়েল পারেহোর। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে ইনজুরি সময়ে এসে গোলের দেখা পায় রিয়াল। করিম বেনজেমার সেই গোলটি শুধু ব্যবধানটাই কমিয়েছে। এ অবস্থায় ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। ৮ পয়েন্ট কম নিয়ে এরপরই আতলেতিকো মাদ্রিদ।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে হারিয়ে ফের শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ২-০ গোলে জেতে তারা। আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।

এ অবস্থায় ৩২ ম্যাচে ম্যানসিটির অর্জন ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট নিয়ে এরপরই লিভারপুল। ৩২ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৩। পঞ্চমস্থানে রয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এ সম্পর্কিত আরও খবর