ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:14:32

অবশেষে পথে ফিরেছে বাংলাদেশ ফুটবল। কোচ জেমি ডের নেতৃত্বে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষিত সবশেষ র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের।

বৃহস্পতিবার ঘোষিত র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮ নম্বরে। কম্বোডিয়ার বিপক্ষে জয় এগিয়ে দিয়েছে দলকে। যোগ হয়েছে ২ রেটিং পয়েন্ট। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রেটিং ৯০৯। এর আগে ৭ ফেব্রুয়ারির ঘোষিত র‍্যাংকিংয়ে ১৯২তম স্থানে ছিল ফুটবল দল।

বিশ্ব র‍্যাংকিংয়ের বেলজিয়ামই আছে শীর্ষস্থানে। এরপরই রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয়স্থানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের। চারে আছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। পাঁচে ক্রোয়েশিয়া।

এরপরই আছে উরুগুয়ে। সপ্তম থেকে দশমে আছে যথাক্রমে পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক। আর্জেন্টিনা রয়েছে ১১ নম্বরে।

এ সম্পর্কিত আরও খবর