৫০ রানে শেষ বিকেএসপি, আল আমিনের ৫ উইকেট

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:29:29

ম্যাচটা এত দ্রুত শেষ হয়ে গেলো যে, ইচ্ছে করলেই আরেকটি টি-টুয়েন্টি খেলে ফেলা যেত!

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ২২২ রানের জবাবে বিকেএসপির ইনিংস শেষ মাত্র ৫০ রানে। ১৭২ রানে ম্যাচ জিতলো প্রাইম ব্যাংক। তখনো দিনের খেলার ২৮ ওভার সময় বাকি!

পেসার আল আমিন হোসেনের বোলিংয়ের সামনে স্রেফ উড়ে গেল বিকেএসপির ইনিংস। চলতি লিগে নিজের সেরা বোলিংয়ের নজির গড়লেন এই ডানহাতি পেসার। ২০ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

লিগে নিজের খেলা আগের পাঁচ ম্যাচে আল আমিনের উইকেট ছিলো মাত্র ৫টি। ফতুল্লায় মেঘলা আকাশের সুবিধাকে কাজে লাগিয়ে ধসিয়ে দেন বিকেএসপির ইনিংস। দুর্দান্ত ফাস্ট বোলিংয়ের অনন্য নজির দেখান এই ম্যাচে আল আমিন হোসেন। ৮ ওভারে ৩ মেডেনসহ ২০ রানে ৫ উইকেট। পিঠ চাপড়ে দেয়ার মতোই বোলিং পারফরমেন্স!

বিকেএসপির শুরুর ৬ উইকেটের মধ্যে পাঁচটিই আল আমিনের! পাঁচ নম্বরে ব্যাট করতে নামা শামীম হোসেন শুধু রান আউট হন। প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়া নিজের শিকার সংখ্যা বাড়াতে পারেননি আল আমিন। নইলে কোটার আরও দুই ওভার যে বাকি ছিলো তার!

এই ম্যাচের সেরা খেলোয়াড় বাছাই করতে নির্বাচকরদের কোন কষ্টই করতে হয়নি।
বিকেএসপির শুরুর ছয় ব্যাটসম্যানের কেউ দুই অংকের ঘরেও যেতে পারেননি! শুধুমাত্র সাত নম্বরে ব্যাট করতে নামা পারভেজ হোসেন ইমন কোনমতে ১৫ রান করেন। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৭ বলও খেলেন ইমন। বাকি ১০ ব্যাটসম্যানের সঞ্চয় সিঙ্গেল ডিজিট! অতিরিক্ত খাত থেকে ১১ রান পায় বিকেএসপি।

পুরোদুস্তর সম্মিলিত ব্যর্থতা যাকে বলে!

ফতুল্লায় সকালে মেঘলা আকাশ দেখেও আগে ব্যাটিং বেছে নেয় প্রাইম ব্যাংক। ৭২ রানে শুরুর ৫ উইকেট হারানো প্রাইম ব্যাংকের ইনিংসে ভরসা হয়ে দাড়ান মিডলঅর্ডার ব্যাটসম্যান অভিমূন্য ঈশ্বরায়ন ও শেষের দিকে নাহিদুল ইসলাম। অভিমূন্য চলতি লিগে ভাল ফর্ম দেখাচ্ছেন। ১০৯ বলে ৯২ রান করেন ভারতের এই ব্যাটসম্যান। নাহিদুলের ব্যাট থেকে আসে ৭০ বলে কার্যকর ৫০ রানের ইনিংস। ৫০ ওভারে প্রাইম ব্যাংকের ৮ উইকেটে ২২২ রানের জবাবই যে খুঁজে পায়নি বিকেএসপির ব্যাটসম্যানরা।

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি: ২২২/৮ (৫০ ওভারে, এনামুল ২৩, ঈশ্বরায়ন ৯২, নাহিদুল ৫০, হাসান মুরাদ ২/৩৫)। বিকেএসপি: ৫০/১০ (২২ ওভারে, পারভেজ ১৫, আল আমিন ৫/২০, নাঈম হাসান ২/৬)। ফল: প্রাইম ব্যাংক ১৭২ রানে জয়ী। ম্যাচ সেরা: আল আমিন হোসেন।

এ সম্পর্কিত আরও খবর