অধিনায়কত্ব বদলের সমালোচনায় রশিদ-নবী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-20 17:10:17

তারা দুজন আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, পোস্টার বয়। সেই তারাই সমালোচনায় ধুয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)। তিন ফরমেটেই হঠাৎ করে অধিনায়ক বদল করেছে আফগানিস্তান। বিশ্বকাপের ঠিক আগেভাগে এসিবির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রশিদ খান ও মোহাম্মদ নবী।

মজার বিষয় হলো তিন ফরমেটে নতুন যে তিন জন অধিনায়কের নাম ঘোষণা করেছে এসিবি, তার মধ্যে টি-টুয়েন্টির অধিনায়ক হলেন রশিদ খান। অথচ সেই তিনিও বোর্ডের আকস্মিক অধিনায়ক বদলের সমালোচনা করেছেন! মুলত অধিনায়ক বদলের সময়টা মেনে নিতে পারেননি এই দুই তারকা। বিশ্বকাপের ঠিক মাস দুয়েক আগে কেন এমন সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে? সেই প্রশ্ন তুলেছেন দুজনে।

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে রাহমত শাহ, ওয়ানড-তে গুলবাদিন নায়েব ও টি-টুয়েন্টিতে রশিদ খানের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এক টুইটার বার্তা মোহাম্মদ নবী বলেন, ‘দলের একজন সিনিয়র সদস্য হিসেবে আমি আফগান ক্রিকেটের উত্থানপর্ব দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, বিশ্বকাপের ঠিক আগেভাগে এভাবে অধিনায়ক বদলে ফেলার সময়টা ঠিক হলো না। দলের সিনিয়র সদস্য ও অধিনায়ক আসগর আফগানের নেতৃত্বে আফগানিস্তান একটা জোটবদ্ধ দলে পরিণত হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বকাপে আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই ছিল সঠিক ব্যক্তি।’

লেগস্পিনার রশিদ খান বোর্ডের এই সিদ্ধান্তের আরও কড়া সমালোচনা করেছেন। রশিদ যদিও নিজে আফগানিস্তানের ওয়ানডে দলের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তা সত্ত্বেও তিনি বলেন, ‘নির্বাচক কমিটির প্রতি আমার যথাযথ সন্মান রয়েছে। তবে তাদের এই অধিনায়ক বদলের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত জানাচ্ছি। এটা একটা দায়িত্বহীন, মনগড়া ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত।’

তিনিও আগের অধিনায়কের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, ‘বিশ্বকাপ এখন আমাদের সামনে। এই সময়টায় আসগর আফগানই আমাদের দলের ঠিক অধিনায়ক ছিল। দলের পেছনের সাফল্যের জন্য তার অধিনায়কত্ব অনেক গুরুত্বপূর্ণ ও কার্যকর ভুমিকা পালন করেছে। বিশ্বকাপের মাসখানেক আগে অধিনায়কত্ব বদলটা পুরো দলের উপর একটা মানষিক চাপ তৈরি করবে। একটা অনিশ্চয়তার দেয়াল তৈরি করবে।’

সব ফরমেটেই দলের অধিনায়কত্ব বদলের কারণ হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে তাদের টেস্টখেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে লড়তে হবে। এই টুর্নামেন্টে শক্তিশালী সব দলের বিপক্ষে আফগানিস্তান যাতে ভাল লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই লক্ষ্যেই তারা অধিনায়কত্বেও নতুনত্ব এনেছে।

সন্দেহ নেই অধিনায়ক বদল নিয়ে দলের শীর্ষ দুই তারকার এমন সমালোচনায় আফগানিস্তান ক্রিকেট বড় সঙ্কটেই পড়লো!

এ সম্পর্কিত আরও খবর