শিরোপার আরো কাছে জুভেন্টাস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 11:44:26

সিরি এ মানেই জুভেন্টাসের একচেটিয়া দাপট। টানা সাতবারের চ্যাম্পিয়ন তুরিনোর এই ক্লাবটি। ইতালির শীর্ষ লিগের শিরোপা জেতাটাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে জুভরা। এবার আরেকটি ট্রফি জয়ের দ্বারপ্রান্তে তারা। এসি মিলানের বিপক্ষে দুর্দান্ত জয়ে পথ পরিস্কার। ট্রফি জেতাটা এখন সময়ের ব্যাপার মাত্র।

শনিবার জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকরা তুলে নেয় ২-১ গোলের জয়। এই জয়ে ৩১ ম্যাচে জুভদের অর্জন ৮৪ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা নাপোলির চেয়ে ২১ পয়েন্ট এগিয়ে আছে তারা। রোববার জেনোয়ার কাছে নাপোলি হারলেই ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হাতে! সত্যিকার অর্থেই এই দলটাকে আটকাবে এমন সাধ্য কারো নেই!

এক সময়ের মহা শক্তিধর এসি মিলান এখন নিয়মিতই হারছে জুভদের কাছে। ইতিহাসে চোখ রাখলেই প্রমাণ মিলবে এই কথার। এনিয়ে মিলানের বিপক্ষে টানা ৮ ম্যাচে জিতলো জুভেন্টাস। সবশেষ সেই ১৯৩১ থেকে ১৯৩৭ সালের মধ্যে টানা ৭ ম্যাচে মিলনকে হারিয়েছিল তুরিনোর ওল্ড লেড খ্যাত ক্লাবটি।

শনিবার অবশ্য মিলানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল জুভরা। রোনালদো বিহীন খেলতে নেমে শুরু ৩৯তম মিনিটে হতাশ হতে হয় ফেভারটিদের। পিওনতেকের গোলে এগিয়ে যায় এসি মিলান। এটি এবারের সিরি-এ তার ২১ নম্বর গোল। তবে এগিয়ে থাকাটা বেশিক্ষণ উপভোগ করা হয়নি তাদের।

পাবলো দিবালার স্পট কিকে ৬০তম মিনিটে এসে ম্যাচে সমতার দেখা পায় জুভেন্টাস। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভরা। এরপর খেলার ৮১তম মিনিটে মইজে কেনের গোলে হাসিমুখে মাঠ ছাড়ে তুরিনোর ক্লাবটি।

এদিকে জার্মানির বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফের বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদফস্কির জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ফেভারিটরা। এদিন জার্মান লিগে দুইশ গোলের মাইলফলকে পা রাখেন লেভানদফস্কি।

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-০ গোলের অনায়াস জয় তুলে নেয় বায়ার্ন। এই জয়ে ২৮ ম্যাচে বায়ার্নের অর্জন ৬৪ পয়েন্ট। ৬৩ পয়েন্ট নিয়ে এরপরই আছে বরুসিয়া ডর্টমুন্ড।

এ সম্পর্কিত আরও খবর