বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার, তবে এটাই চূড়ান্ত নয়!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:13:31

সবাই দল দিয়ে ফেলছে। সম্ভবত এই জন্যই বাংলাদেশও তাদের বিশ্বকাপ দল ঘোষণার তারিখ কয়েকটা দিন এগিয়ে এনেছে। আগে জানানো হয়েছিলো সুপার লিগের কয়েকটা ম্যাচ দেখার পর নির্বাচকরা ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবেন। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার জানিয়েছেন-মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। তবে এটাই চূড়ান্ত দল নয়। আইসিসির অনুমতি না নিয়েই আগামী ২৩ মে পর্যন্ত যে কোন দল বিশ্বকাপের দলে বদল আনতে পারে। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বিসিবি সভাপতি সোমবার হঠাৎ মিরপুরে বিসিবি কার্যালয়ে এসেছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলছিলেন-‘যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে। তাছাড়া আয়ারল্যান্ডের মাটিতে তিনজাতি ওয়ানডে টুর্নামেন্ট শেষ হবে ১৮ মে। সেই টুর্নামেন্টে কোনো ক্রিকেটার ভালো পারফরমেন্স করলে বিশ্বকাপের চুড়ান্ত দলে তাকে নেয়া হতেও পারে। আমি নির্বাচকদের বলে দিয়েছি-১৫ জনের বিশ্বকাপের দলটা দিয়ে দাও। কিন্তু এটা বদল হতে পারে। যদি কেউ ইনজুরিতে পড়ে বা  কেউ যদি পারফর্ম করে তাহলে তার আসার সুযোগ আছে। যেহেতু দলে বদল করার অপশন আছে আমাদের। সেটা কাজে লাগানো যেতেও পারে। মুলত এটা জানানোর জন্যই আমি বোর্ড কার্যালয়ে এসেছিলাম।’

বিসিবি সভাপতির বক্তব্য বিশ্লেষণ করলে যা মিলছে এমন-

# মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হচ্ছে।
# এই দলটি হবে ১৫ জনের। তবে একই সঙ্গে আয়ারল্যান্ড সফরের জন্যও এদিন নির্বাচকরা দল জানাবেন।
# ঘোষিত বিশ্বকাপ দলটাই চুড়ান্ত কোনকিছু নয়। এই দলে বদল আনার চিন্তা ভাবনাও রয়েছে বিসিবির।
# শুধু অভিজ্ঞতা নয়, দল নির্বাচনে ক্রিকেটারদের ফর্মকেও গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা।
# পেস বোলিংয়ে মাশরাফি, রুবেল ও মুস্তাফিজের সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ দলে থাকছেন।
# ইনজুরির কারণে তাসকিন আহমেদের নামটা সম্ভবত বিশ্বকাপ দলে থাকছে না।
# আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টের পরেই বাংলাদেশের চুড়ান্ত বিশ্বকাপ দল পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর