আনন্দে অবাক মোসাদ্দেক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:58:10

আশা-নিরাশার দ্বন্দ্বে দুলছিলেন মোসাদ্দেক হোসেন। বিশ্বকাপ দল ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছিল ততই টেনশন বাড়ছিল। বিশ্বকাপে খেলতে পারলে ভালো, কিন্তু সুযোগ না পেলে যে ক্রিকেট জীবন বরবাদ-এতো ক্ষুদ্র চিন্তায় অবশ্য নিজেকে আটকে রাখেননি। আর তাই যখন শুনলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ জনে তার নামও আছে, তখন একই সঙ্গে আনন্দ এবং বিস্ময় দুটোই পেয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও সেই সত্যটা লুকানোর কোন চেষ্টাই করলেন না স্পিন অলরাউন্ডার কোটায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন, ‘ঘুম থেকে ওঠার পর যখন খবরটা শুনলাম, তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো দলে থাকতেও পারি, নাও থাকতে পারি। সুখবরটা শোনার পর অবশ্যই ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’

গেলো বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলেছিলেন। তিনটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই টুর্নামেন্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ফলশ্রুতিতে দেশের মাটিতে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সুযোগ হয়নি তার। চোখে ইনফেকশান, ব্যাট হাতে বাজে ফর্ম, মাঝে ব্যক্তিগত ঝামেলা-সবমিলিয়ে গেল বছরটা তার খুব একটা ভালো যায়নি। বিপিএলও খুব একটা সুখকর কিছু হয়নি। তবে চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যাট হাতে সময়টা বেশ কাটছে তার।

আর ১৬ এপ্রিল মঙ্গলবার ‘বিশ্বকাপ মঙ্গলবার্তা’ শোনার পর থেকে মোসাদ্দেক আনন্দে ভাসছেন। এই খুশির নাম স্বপ্ন পূরণের আনন্দ প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যখন থেকেই ক্রিকেট খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবেই চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলবো, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। চেষ্টা করবো সুযোগ পেলে ভালো কিছু করার।’

২০১৭ সালের ৯ জুন কার্ডিফের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর সেই ম্যাচে বাংলাদেশের সাফল্যের সঙ্গী ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই ম্যাচের শেষের দিকে ৩ উইকেট শিকার করেছিলেন। তার বাউন্ডারিতেই এসেছিলো স্মরণীয় জয়ের ম্যাচের উইনিং রান। কার্ডিফের সেই সুখস্মৃতি খুব ভালোই মনে আছে মোসাদ্দেকের, ‘কার্ডিফ আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা।’

৮ জুন সেই অনুপ্রেরণা নিয়েই কার্ডিফে নামতে চান মোসাদ্দেক। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সেদিন ঐ মাঠেই।

এ সম্পর্কিত আরও খবর