নতুন রেকর্ড রোনালদোর

, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 07:37:48

চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন টানা ১০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি। মঙ্গলবার রাতে ইউভেন্তাস স্টেডিয়ামে স্বাগতিকদের জালে দুই মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ইসকোর নীচু ক্রসে প্রথম ছোঁয়ায় রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। ওই পর্যন্ত তার করা ১১৮ চ্যাম্পিয়ন্স লিগ গোলের মধ্যে এটাই দ্রুততম। গত মাসে শেষ ষোলোর ফিরতি পর্বে পিএসজির মাঠে দলকে এগিয়ে দেওয়া গোলে রুড ফন নিস্টলরয়ের টানা নয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কীর্তিটি গড়েছিলেন ডাচ ফরোয়ার্ড নিস্টলরয়। ম্যাচের ৬৩তম মিনিটে দানি কারভাহালের ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এই নিয়ে ইউরোপ সেরার মঞ্চে শেষ ১০ ম্যাচে মোট ১৬টি গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত আসরের ফাইনালে জোড়া গোল করার পর চলতি মৌসুমে করেছেন ১৪টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৯টি গোল করলেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ। আর ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে এটা রোনালদোর ২২তম গোল! টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল হল ১১৯টি।

এ সম্পর্কিত আরও খবর