মাশরাফির মাইলফলক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:18:15

আরেকটি মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন হাজার রান তার কিছুদিন আগেই পুরো হয়েছিলো। এবার উইকেট শিকারেও চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে চারশ উইকেটের কৃতিত্ব ছোঁয়ার রেকর্ড আছে মাত্র একজনের। ২৭৫ ম্যাচে ৪০৮ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ৪০০ উইকেট ক্লাবে পৌছালেন ২৮৭ টি ম্যাচ খেলে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেএসপির মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ওপেনার ইরফান সুকুরের উইকেট নিয়ে মাশরাফি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চারশ রানের মাইলফলক পূর্ণ করলেন। ম্যাচের নিজের প্রথম ৫ ওভারের স্পেলে মাশরাফি ২৫ রানে এক উইকেট পান। নিজের দ্বিতীয় স্পেলেও সাফল্য পান মাশরাফি। রকিবুল হাসানকে সেঞ্চুরি বঞ্চিত করলেন। ৯৬ রানে ফেরালেন রকিবুল হাসানকে।

৪ এপ্রিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে মাশরাফি এই রেকর্ডের দ্বারপ্রান্তে পৌছে যান। কিন্তু ৩৯৯ উইকেটে আটকে থাকেন পরের তিন ম্যাচে। লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল এবং সুপার লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে উইকেট শূন্য ছিলেন মাশরাফি। সেই শূন্যতা ঘুচিয়ে দিলেন মোহামেডানের বিপক্ষে ম্যাচে। নিজের প্রথম ছয় ওভারেই তুলে নিলেন ২ উইকেট। শেষ অব্দি ৪০ রানে ৩ উইকেট নেন মাশরাফি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটশিকারের রেকর্ডটা এখন পর্যন্ত পাকিস্তানের ওয়াসিম আকরামের। ৫৯৪ ম্যাচে এই পাকিস্তানি অলরাউন্ডার ৮৮১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন।

এ সম্পর্কিত আরও খবর