তাসকিনের জন্য মন খারাপ রুবেলের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 01:13:27

একদিন আগেই স্বপ্নভঙ্গের বেদনায় চোখের জল ফেলেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ দলে নিজের নামটা না দেখে আবেগ ধরে রাখতে পারেন নি এই পেসার। তিনি কেঁদেছেন এবং কাঁদিয়েছেন সবাইকে। ২০১৫ বিশ্বকাপে ঝড় তোলা এই বোলার এবার চোটের কারণে ছিটকে গেলেন দল থেকে। তাসকিনের জন্য মন খারাপ বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেনের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে থাকা বোলারটি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও ছন্দের দেখা পাননি। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের জন্য আক্ষেপ ঝরলো রুবেলের কন্ঠে। এই তারকা পেসার বলছিলেন, ‘দেখুন, তাসকিন আমার অনেক কাছের একজন ছোট ভাই। তাকে আমি অনেক স্নেহ করি। ও অনেক ভালো বোলার। তবে এটি সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। অবশ্যই আমার খারাপ লাগছে। তাসকিন বিপিএলে অনেক ভালো খেলেছে, এরপরই ইনজুরিতে পড়েছে আবার। ব্যাডলাক ওর।’ দল থেকে বাদ পড়া তাসকিনের সঙ্গে এনিয়ে ফোনে কথাও বলেছেন রুবেল।

দলের সিনিয়র ক্রিকেটার হিসেবেই এবার ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে নামবেন রুবেল। গত বিশ্বকাপে হাতে দাপট দেখানো এই পেসার এবার বাড়তি দ্বায়িত্ব নিয়েই নামবেন মাঠে। জানাচ্ছিলেন, ‘দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে যদি যেতে পারি তাহলে এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো মাথায় রেখেই খেলতে। আর ভালো খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ।’

ইংল্যান্ডের কন্ডিশনের কথাও মাথায় থাকবে রুবেলের। অবশ্য পেস বোলার হিসেবে বাড়তি একটা সুবিধা পাবেনই তিনি। ইংলিশ কন্ডিশনে খেলার অনেক স্মৃতি রয়েছে তার। টাইগার এই পেসার জানাচ্ছিলেন, ‘সত্যিই তাই, ইংল্যান্ডের কন্ডিশনে আসলে আমরা অনেক খেলেছি। আমরা খুব ভালোভাবেই জানি যে ওখানকার কন্ডিশনে আমাদের কি করতে হবে, বিশেষ করে বোলারদের। কিছু উইকেট থাকে যেখানে বোলারদের হেল্প থাকে, আবার কিছু উইকেট ব্যাটিং সহায়ক থাকে। আমাদের মানিয়ে নিতে হবে।’

বিশ্বকাপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে দল দুর্দান্ত খেলছে। সবশেষ বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার ফাইনালে। সেই সাফল্য ধরে রাখতেই মাঠে নামবে টাইগাররা। সঙ্গে রুবেল হোসেনের নিজের চ্যালেঞ্জও আছে। বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছিলেন, ‘বিশ্বকাপে প্রতিটি দলই চাইবে সবার ওপরে ম্যাচ জিততে। আমাদের অনেক খেলা রয়েছে। তাই অনেকে সুযোগ পাবে, আবার অনেকে পাবে না। এটি বোলারদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের এই ধরণের কন্ডিশনে কিভাবে বোলিং করতে হবে, কিভাবে ব্রেক থ্রু নিয়ে আসতে হবে সেটা জানতে হবে, আর আমরা বোলাররা যদি একটি দলকে কম রানের ভেতরে বা উইকেট অনুযায়ী ভালো একটি রান যদি ব্যাটসম্যানদের জন্য দিতে পারি তাহলে সেটি ভালো হবে।’

৩০ মে শুরু বিশ্বকাপের লিগ পর্বেই নয়টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেখানে বল হাতে ঝড় তুলে সেরা পাঁচজনের মধ্যে থাকতে চান রুবেল। আর সেই লক্ষ্য পূরণে নিজের সেরাটা দিয়েই লড়তে প্রস্তুত এই পেসার!

এ সম্পর্কিত আরও খবর