রোববার কি আবাহনীর হবে নাকি রূপগঞ্জের?

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:15:18

আগে আবাহনীর এই দলের খেলোয়াড়দের নামগুলো শুনি।

ব্যাটসম্যান-জহুরুল ইসলাম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও বিদেশি কোটায় ওয়াসিম জাফর।

বোলার-মাশরাফি, সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, রুবেল হোসেন।

প্রত্যেকের নামের পাশেই ঝুলছে তারকা মুল্য! ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল আবাহনী। তবে লিগ পর্বের শেষের দিকে এসে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন-‘আবাহনী এখনো তাদের সেরা ক্রিকেট খেলতে পারেনি।’ ঠিক একই কথা পুনরায় শোনা গেলো আবাহনীর ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের গলায়-‘আমাদের সেরা খেলাটা আমরা এখনো খেলতে পারিনি। আশা করছি আগামীকাল ( রোববার) সেই সেরা ক্রিকেট খেলতে পারবো আমরা।’

মোহাম্মদ মিঠুন যখন তার দলকে সেরা ক্রিকেট খেলার ‘তাড়া’ দিচ্ছেন তখন টুর্নামেন্টে আবাহনীর আর মাত্র দুটি ম্যাচ বাকি! সত্যিকার অর্থে ধরলে বাকি কিন্তু এক ম্যাচ! রোববার (২১ এপ্রিল) বিকেএসেপির মাঠে রূপগঞ্জের কাছে হারলেই যে টুর্নামেন্টের শেষ ম্যাচ আবাহনীর কাছে গুরুত্বহীন হয়ে যাবে!

১৪ ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট এখন সর্বোচ্চ ২৪। সমান সংখ্যাক ম্যাচে আবাহনীর অর্জন ২২ পয়েন্ট। রোববারের ম্যাচের পর উভয় দলের আর একটি করে ম্যাচ থাকবে। আর তাই আবাহনীর বিপক্ষে রূগগঞ্জ রোববার বিকেএসপির মাঠে জিতে গেলো টুর্নামেন্টের শেষ ম্যাচ মূল্যহীন হয়ে পড়বে।

সেজন্যই রোববারের ম্যাচের গুরুত্বটা কেমন সেটা ভালোই জানা মোহাম্মদ মিঠুনের। সেজন্য নিজ দলকে জোর তাগাদা দিচ্ছেন রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে ভালো পারফরমেন্স দেখানোর-‘এই ম্যাচে আমাদের ভালো খেলতেই হবে। নিজেদের স্বাভাবিক খেলাটা যদি আমরা খেলতে পারি, তাহলেই এই ম্যাচের জয়ের বিশ্বাস আছে আমাদের।’

প্রতিপক্ষ রূপগঞ্জের দক্ষতা দেখেও মুগ্ধ মিঠুন-‘ রূপগঞ্জ পুরো লিগ জুড়ে ভালো ক্রিকেট খেলছে। পুরো দলের খেলোয়াড়রা ফর্মে আছে। টানা ভালো ক্রিকেট খেলে আসছে তারা। লিগ টেবিলে তাদের শীর্ষস্থানই তার বড় প্রমাণ।’

তারকায় ঠাসা দল আবাহনী। কিন্তু টুর্নামেন্টের একেবারে শেষ ধাপে এসে নিজেদের তথাকথিত ‘সেরা’ ক্রিকেট খেলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এই প্রসঙ্গে কিছুটা ছাঁচাছোলা সমালোচনাই করলেন মোহাম্মদ মিঠুন-‘ দলে ভালো ক্রিকেটার আছে। কিন্তু পারফর্ম করতে পারছে না। তাতে দলের কি কোনো লাভ হচ্ছে? আমার তো মনে হয় সাধারণ মানের খেলোয়াড় নিয়ে গড়া দলের পারফরমেন্স যদি ধারাবাহিক থাকে তাহলে সেটা সেই দলের জন্যই উত্তম।’

মিঠুন তার দলের কারো নাম উল্লেখ করেননি। কিন্তু যাদের জন্য বলা তার এই কথা সেই তারা কারা?

সেটা মিঠুনও জানেন। সেই ‘তারা’ও জানেন!

 

 

এ সম্পর্কিত আরও খবর