প্রিমিয়ার লিগের শীর্ষে ফের ম্যানসিটি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 13:29:14

একেই বলে প্রতিশোধ! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার যে দলটি হতাশায় ডুবিয়েছিল এবার সেই টটেনহ্যাম হটস্পারকে হারাল ম্যানচেস্টার সিটি। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পেয়ে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

তিন দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামের মুখোমুখি হয় সিটি। যেখানে জিতেও শেষ রক্ষা হয়নি। কারণ প্রথম লেগে দল হেরেছিল ০-১ গোলে। দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ চারে উঠে গেছে টটেনহ্যাম।

সেই দুঃখ মিলিয়ে যাওয়ার আগেই টটেনহ্যামকে পেয়ে প্রতিশোধ নিয়েছে ম্যানসিটি। স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ম্যাচে পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সার্জিও আগুয়েরোর তৈরি করা উৎসে নিশানা খুঁজে নেন মিডফিল্ডার ফিল ফোডেন (১-০)।

এরপর অবশ্য বিরতির আগে কেভিন ডি ব্রুইন ইনজুরিতে মাঠ ছাড়ায় চিন্তায় পড়ে সিটি। কিন্তু এক গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ফেভারিটরা।

এই জয় ৩৪ ম্যাচে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ৮৬ পয়েন্ট। ৮৫ পয়েন্ট নিয়ে এরপরই আছে লিভারপুল। শিরোপা দৌড়ে সিটি-লিভারপুলের লড়াই বেশ জমে উঠেছে।

৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আর্সেনাল। সমান ৬৬ পয়েন্ট চেলসিরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। ৬৪ পয়েন্ট ম্যানটেস্টার ইউনাইটেডের।

এ সম্পর্কিত আরও খবর