অনুশীলন ক্যাম্পে ফিরছেন না সাকিব!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:57:49

আয়ারল্যান্ড ও বিশ্বকাপ সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে ২২ এপ্রিল সোমবার থেকে, মিরপুরে। এই অনুশীলন ক্যাম্পেে যোগ দেয়ার জন্য সাকিব আল হাসানকে চিঠি দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

-সাকিব কি চিঠির জবাব দিয়েছেন?

প্রশ্নের উত্তরে রোববার বিকালে বার্তা২৪কে ক্রিকেট দলের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন-‘সাকিব চিঠির উত্তর দিয়েছে। তবে সে এখনই অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছে না।’

-কেন, বিশেষ কোন কারণ?

আকরাম ব্যাখা দিলেন-‘সাকিব জানিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সামনের কয়েকটি ম্যাচে তার একাদশে খেলার সম্ভাবনা আছে। তাকে সেখানকার টিম ম্যানেজমেন্ট এই আশ্বাস দিয়েছে। সাকিব এই ম্যাচগুলোতে খেলতে চায়। তারপর আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দেয়ার ইচ্ছের কথা জানিয়েছে।’

-বিসিবি কি সাকিবের এই ইচ্ছেয় সম্মত?

আকরাম যা বললেন তাতেই পরিস্কার সাকিবের ইচ্ছেটা বিসিবিও মেনে নিয়েছে। আকরাম জানালেন-‘ম্যাচে খেলতে পারলে সেটা সাকিবের জন্য বেশ ভালোই হবে। এটা তো তার জন্য সুবিধাই। তাছাড়া সাকিব তো সেখানে শুধু বসে নেই। প্রতিদিন অনুশীলনে ব্যস্ত রেখেছে নিজেকে।’

আইপিএলের সুচি জানাচ্ছে চলতি মাসে সানরাইজার্স হায়দরাবাদের আরো তিনটি ম্যাচ আছে। ২৩, ২৭ ও ২৯ এপ্রিলের এই তিনটি ম্যাচে সাকিব একাদশে থাকার সম্ভাবনা দেখছেন।

সানরাইজার্সের হয়ে একাদশে খেলার সুযোগ না পেলেও ব্যক্তিগতভাবে যাতে অনুশীলনে কোন ঘাটতি তৈরি না হয় সেজন্য সাকিব আল হাসান বাংলাদেশ থেকে তার প্রিয় কোচ এবং মেন্টর মোহাম্মদ সালাউদ্দিনকে নিজের সঙ্গে রেখেছেন। সালাউদ্দিনের কোচিংয়ে সাকিব নিজেকে বিশ্বকাপের জন্যও ঝালিয়ে নিচ্ছেন। মানষিকভাবে প্রস্তুত করছেন।

বাংলাদেশ দল আগামী ১ মে আয়ারল্যান্ড সফরে রওয়ানা হবে। ধারণা করা হচ্ছে সাকিব সম্ভবত ৩০ এপ্রিল দেশে ফিরতে পারেন।

এদিকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু রোববার সাংবাদিকদের জানান-‘অনুশীলন ক্যাম্পের শুরুতে জাতীয় দলের সবাই হয়তো থাকতে পারবে না। কারণ প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হবে ২৩ এপ্রিল। সেই হিসেবে কোচেরও একটা পরিকল্পনায় বদল এসেছে। আশা করছি ২৮-২৯ এপ্রিল পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। প্রিমিয়ার লিগ শেষ করার পর এক দুই দিনের বিশ্রামের ব্যাপারও আছে। কোচ সেভাবেই পরিকল্পনা করছেন।’

এ সম্পর্কিত আরও খবর